Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা-নিরুপায়কলমে-বন্দনা পাত্র ২৩|১১|২০২০
    এই শোনো----! তোমার কবিতা গুলো শরীর ছুঁয়ে দেখে?শাশ্বত রাত্রির বুকে উল্লাসে ভাসে?----
জানি না,কোথায় যেন নীরবতা_নিঝুম সন্ধ্যায় ঘরে ফেরা।শোনো----তোমার কবিতায় আছে এক ভীষণ কথা? চোখে চোখ রাখা।

 


কবিতা-নিরুপায়

কলমে-বন্দনা পাত্র 

২৩|১১|২০২০


    এই শোনো----!

 তোমার কবিতা গুলো 

শরীর ছুঁয়ে দেখে?

শাশ্বত রাত্রির বুকে 

উল্লাসে ভাসে?----


জানি না,কোথায় যেন নীরবতা_

নিঝুম সন্ধ্যায় ঘরে ফেরা।

শোনো----তোমার কবিতায় 

আছে এক ভীষণ কথা?

 চোখে চোখ রাখা।


না,প্রেমের কবিতা আর 

                   লিখি না __

অঘ্রাণের কুয়াশায়---

ম্লান হয়েছে ভালোবাসা। 

অভিজ্ঞতায় পেয়েছি তামাশা, 

শব্দ আসে যায় __

বড্ড নিরুপায়!

নব প্রভাতে কবিতার সূর্যোদয় 

অঘ্রাণের আলোতে উল্লসিত, প্রাণবন্ত, টুকরো হাসি চঞ্চলতায়।