সবার জন্য ন্যায় এই লক্ষ্যে জাতীয় আইন পরিষেবা দিবস পালন করল পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ।জাতীয় আইনি পরিষেবা দিবস পালন উপলক্ষেপূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ একটি প্রচার গাড়ি বের করে, যার মাধ্যমে মানু…
সবার জন্য ন্যায় এই লক্ষ্যে জাতীয় আইন পরিষেবা দিবস পালন করল পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ।
জাতীয় আইনি পরিষেবা দিবস পালন উপলক্ষেপূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ একটি প্রচার গাড়ি বের করে, যার মাধ্যমে মানুষকে আইনি পরিষেবা সম্বন্ধে জানানো হবে এবং বর্তমান কভীদ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হবে।আইনি প্রচার গাড়ির শুভ সূচনা করেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক বিচারক সুমন ঘোষ। তমলুক শহর, ব্যবত্তারহাট, নন্দকুমার সহ জেলার একাধিক জায়গায় প্রচার গাড়ি ঘুরবে।সবার জন্য নয় এই লক্ষ্যে প্রচার গাড়ি আইন সম্বন্ধে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করবে। সাথে সাথে লিফলেট দেওয়া হবে যেখানে আইনি পরিষেবা সম্বন্ধে লেখা রয়েছে।