# শিরোনামঃ রাগ করবি?# কলমেঃ সোমা ব্যানার্জী# ২/১১/২০২০
যখন আকাশ জুড়ে বৃষ্টি নামে ভারী,জলের ভারে কাঁঠচাঁপার থোকা ফুল নুয়ে পড়ে মাতৃজঠরে ভ্রুনের মত,খুব ইচ্ছে করে তোর কালচে ঠোঁটের আদর মাখি।চায়ের ভাঁড়ে ছোঁয়া দু ঠোঁটের নরম উষ্ণতা এঁকে দ…
# শিরোনামঃ রাগ করবি?
# কলমেঃ সোমা ব্যানার্জী
# ২/১১/২০২০
যখন আকাশ জুড়ে বৃষ্টি নামে ভারী,
জলের ভারে কাঁঠচাঁপার থোকা ফুল নুয়ে পড়ে মাতৃজঠরে ভ্রুনের মত,
খুব ইচ্ছে করে তোর কালচে ঠোঁটের আদর মাখি।
চায়ের ভাঁড়ে ছোঁয়া দু ঠোঁটের নরম উষ্ণতা এঁকে দি তোর গালে,
কচিঘাসের পরে শিউলি আঁকা আলপনার মত।
রাগ করবি?
আমার পুরনো বাড়ির চিলেকোঠার ধারে
সুয্যি ডোবে পদ্ম বিলের পাড়ে।
ইচ্ছে করে তোর সাথে হোক পদ্মবিলে জলকেলি
আজলা ভরা জল ছিটাই তোর নরম শুশ্রু ভরা লালচে গালে
শ্যাওলা ধরা প্রাচীনতার গন্ধ মিশে যাক
তোর পুরুষালী দেহের গহীন বাঁকে,
তুই রাগ করবি?
হঠাৎ যখন ডাকবি আমার নাম ধরে
আমার গায়ে শিহরন,
মনে শত প্রজাপতির রঙিন ডানা।
তবু শুনবো না আমি সে ডাক
আপন মনে গেয়ে যাবো আমার সে কবিতা,
যাতে সুর দিয়েছিস তুই
জানি ঠিক তখন খুব রাগ করবি আমার উপর।
ইচ্ছে করে আকাশ কাঁপানো মেঘের ডাকে শিউরে উঠে খামচে ধরি তোর সাদা জামার কলার।
চোখ বুজে চেপে ধরি তোর তামাটে ঠোঁট আমার গোলাপি ঠোঁটের মাঝে
রাগ করবি?
স্বপ্নের সাদা কুয়াশায় আবছা হতে হতে যদি হারিয়ে যাই ধুসর আকাশের নিঃসঙ্গ শূন্যতায়,
তখনো এভাবে রাগ করবি আমার উপর?
তোর রাতজাগা চোখ তাকাবে ভোরের সূর্যের দিকে
জানি খুব মনে পড়বে আমায়,
শিশির ভেজা ঘাসে শিউলি গন্ধে
আমায় খুঁজবি তুই।
আমার ইচ্ছে করবে ছুট্টে গিয়ে দুহাতে জড়িয়ে ধরি তোকে
আদরে আদরে কপালে এঁকে দি সিক্ত চুম্বন,
তখন রাগ করবি আমার উপর?
বলনা -খুব রাগ করবি আমার উপর?
আমার ভোরবেলার বসন্ত ছোঁয়া আগুনরঙা স্বপ্নে
যখন খুব ইচ্ছে করে তোকে ছুঁয়ে যেতে,
ঠিক তখনি যদি
ভোরের বাতাসের চন্দন সুবাসে
পদ্মগন্ধে ভরে দি তোর বাসি নিঃশ্বাস।
ঝরাপাতা সাক্ষী থাকুক--
তোর কানে কানে নরম ঠোঁটের আলতো ছোঁয়ায় যদি বলে যাই
ভালোবাসি তোকে, খুব ভালোবাসি
তখনো রাগ করবি?
বলনা রাগ করবি আমার উপর?