মা অন্তর্যামী
✍সংঙ্গীতা ভদ্র কর্মকার
তারিখ:২/১১/২০২০ *******
চারটে দিনের 'পুজো' শেষের পথে..মা চলল আবার তাঁর স্বামীর ঘরেসিঁদুর রাঙা ম্লান মুখে..মায়ের চোখ করে ছলছল,তাঁরই মধ্যে যাওয়ার পথে চিন্তা মায়ের...বাপের ঘরের একি দুর…
মা অন্তর্যামী
✍সংঙ্গীতা ভদ্র কর্মকার
তারিখ:২/১১/২০২০
*******
চারটে দিনের 'পুজো' শেষের পথে..
মা চলল আবার তাঁর স্বামীর ঘরে
সিঁদুর রাঙা ম্লান মুখে..
মায়ের চোখ করে ছলছল,
তাঁরই মধ্যে যাওয়ার পথে চিন্তা মায়ের...
বাপের ঘরের একি দুর্দশা!
কি করে আমি করবো এর অবসান?
এ কোন মহামারী গ্রাস করেছে মর্ত্যে
শত শত আমার সন্তানদের প্রাণ
ঝরেছে যেন পাখির পালকের সমান!
অসংখ্য দিন অন্ন চড়ে নি তাদের হাঁড়িতে
ঘোচেনি যেন এই কালো,রং বদলানো;
শুধু তো;"নাটকের মুখোশের উপরে"
মানুষ ঢেকেছে মুখ,মাস্ক নামক কাপড়ে।
মা যে আমার সবই জানে,দুঃখ বিনাশিনী
সে তো অন্তর্যামী
মায়ের নাকি গমন এবার গজে
শস্য শ্যামলায় ভরবে ধানের গোলা সব।
আসছে বছর বাঁধবো দুর্গা পুজো একমুঠো আনন্দে,
করোনাসুর বধ হবে জাগে আশা মনে প্রাণে;
মিষ্টি,আলিঙ্গন ভুলে না হয় সোশ্যাল মিডিয়ায় শুভ বিজয়া জানানো হোক।