Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দেশপ্রাণ ব্লকে দুদিনের কৃষি প্রশিক্ষণ শিবির

অরুণ কুমার সাউ, কাঁথি: পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে শেষ হল আত্মা প্রকল্পের অধীন ২ দিনের কৃষি প্রশিক্ষন শিবির। ৩ জুলাই বৃহস্পতিবার এই প্রশিক্ষণ শিবিরের শুরু হয়। প্রথম দিনে ২৫ জন কৃষককে নিয়ে মোট চারট…


অরুণ কুমার সাউ, কাঁথি: পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে শেষ হল আত্মা প্রকল্পের অধীন ২ দিনের কৃষি প্রশিক্ষন শিবির। ৩ জুলাই বৃহস্পতিবার এই প্রশিক্ষণ শিবিরের শুরু হয়। প্রথম দিনে ২৫ জন কৃষককে নিয়ে মোট চারটি দপ্তরের (কৃষি,উদ্যান,মৎস্য ও প্রানী সম্পদ)একসাথে দুদিনের প্রশিক্ষন শিবির।প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন দেশপ্রান ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক শুভাশিষ মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি অমলেন্দু জানা, মহকুমা কৃষি অধিকর্তা সুজিত মান্না,ব্লকের কৃষি আধিকারিক নির্মল দিন্দা,কৃষি কর্মাধক্ষ্য কৃষ্ণা জানা,দেশপ্রান ব্লকের ফিল্ড কনসালটেন্ট শঙ্কর আচার্য্য,বি টি এম তীর্থঙ্কর চৌধুরী,এ টি এম শ্রী চন্দন প্রধান, ঋত্বিক গিরি, দেবজ্যোতি সাহু।


 বৃহস্পতি বার উদ্যান পালনে বিষমুক্ত চাষ ও প্রাকৃতিক চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করেন দেশপ্রান ব্লকের ফিল্ড কনসালটেন্ট শঙ্কর আচার্য্য। ঐদিন এগ্রিকালচার বিষয়ে মহকুমা কৃষি অধিকর্তা সুজিত মান্না ধান চাষে সার প্রয়োগ ও রোগ পোকা নিয়ন্ত্রন নিয়ে আলোচনা করেছেন।শুক্রবার প্রশিক্ষনের দ্বিতীয় দিনে মৎস্য ও প্রানী সম্পদ বিষয়ে আলোচনা হয় । প্রথম পর্বে প্রানী সম্পদ আধিকারিক পারমিতা মাইতি আলোচনা করেন স্ব নির্ভরতায় ব্ল্যাক বেঙ্গল ছাগল চাষ,এবং দ্বিতীয় পর্বে মৎস্য দপ্তরের আধিকারিক সোহম পন্ডা আলোচনা করেন বিকল্প কর্মসংস্থানের মৎস্যচাষের ভুমিকা।

দুই দিনে চারটি দপ্তরের মোট ৪০নম্বরের পরীক্ষা হয় এবং সকলকে পুরস্কৃত করা হয়। চাষীরা প্রশিক্ষন শেষে সার্টিফিকেট ও পুরস্কার পেয়ে আনন্দিত।