Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

তোমার আসন শূন্য পড়েবীথিকা পড়ুয়া মহাপাত্র
শূন্য চোখে চেয়ে আছি সবাই,বন্ধ পাতা চলমান ইতিহাস!অপুর ছুটির ছাড়পত্র নিয়ে,চললো পুলু নতুন অধিবাস!অপরাজেয় শপথ ছিল কন্ঠে,কতো কোনিরক্ষিদ্ দা হয়েই বাঁচা!বলিষ্ঠতার দীপ্তি বুকে জ্বেলে,মগ্ন …



 তোমার আসন শূন্য পড়ে

বীথিকা পড়ুয়া মহাপাত্র


শূন্য চোখে চেয়ে আছি সবাই,বন্ধ পাতা 

চলমান ইতিহাস!

অপুর ছুটির ছাড়পত্র নিয়ে,চললো পুলু 

নতুন অধিবাস!

অপরাজেয় শপথ ছিল কন্ঠে,কতো কোনির

ক্ষিদ্ দা হয়েই বাঁচা!

বলিষ্ঠতার দীপ্তি বুকে জ্বেলে,মগ্ন হতে

শিখবে কচিকাঁচা!


কর্মযোগী, যুগান্তকারী দলিল,ছায়াছবির

বৃহত্তর অধ্যায়,

চলে গেলে তিন ভুবনের পার,স্তম্ভিত মন 

নতশিরে শ্রদ্ধায়!

অস্তিত্বহীন অস্তিত্বটুকু নিয়ে আজ আমাদের

মাথার ছাতা ভাঙা!

অমাবস্যার আঁধার সরিয়ে কে দীপকরাগে

হৃদয় করবে রাঙা?


তেজোদীপ্ত উদয়ন পন্ডিত,অনাচারের

বিরুদ্ধ হাতিয়ার!

হীরক রাজার দেশে কি চললে, অবিচারের 

করতে প্রতিকার?

ফাঁকা সবই! শূন্যতা গ্ৰাস করে,মনের খোরাক 

অভাবী অন্তর!

বাকরুদ্ধ হৃদয়গুলো হতাশ,কে শেখাবে 

যন্তর-মন্তর?


রিক্ত মনে শুকনো পাতা ওড়ে,ক্লিষ্ট সময় 

নিয়ে উদযাপন!

দৃঢ়কন্ঠে ডাক দেবে কে আর,উষর মনে

ভরসা করবে রোপন?

তোমার যাওয়া মোটেই তো নয় যাওয়া,পাত্তি খেলে 

মৃত্যু নিল হার!

তোমার সৃষ্টি অমর মহীরুহ,যতোই পালাও

তিন ভুবনের পার!