Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাবিভাগ-গদ্য কবিতাশিরোনাম-"আমি নয়তো কবি"কলমে -শ্রী মদন মন্ডলতারিখ-০৭. ১১.২০২০---------------------------------অনুজীবের অভিশাপে চাকরী পরীক্ষা আজ হয়েগেছে স্তব্ধ,টিউশানেও পড়েছে ভাটা,নেই কো কঠিন পথ হাঁ…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

বিভাগ-গদ্য কবিতা

শিরোনাম-"আমি নয়তো কবি"

কলমে -শ্রী মদন মন্ডল

তারিখ-০৭. ১১.২০২০

---------------------------------

অনুজীবের অভিশাপে চাকরী পরীক্ষা 

আজ হয়েগেছে স্তব্ধ,

টিউশানেও পড়েছে ভাটা,

নেই কো কঠিন পথ হাঁটা,

আড্ডা তামাশায় কাঁটাছি সময়,

অপরের সমালোচনায় করতে গিয়ে,

হয়তো বা অগোচরে হচ্ছি সমালোচিত  |

চারিদিকে হিংসা,বেকারত্ব,না পাওয়ার মাঝে

কর্মহীন পরিযায়ী হন আম্ফানে ফাঁকা,

এই সবের বিরুদ্ধে মুখ খুলে মিথ্যা মামলা টা পাকা |


এই সব সাত-পাঁচ ভাবি একাকী যাচ্ছি নদীধারে,

ফেসবুকে তে কবি-কবিতার জয় ,

অবাক মন একটু ভাবতে বসিল -

বিজ্ঞানের পদার্থবিদ্যায় দক্ষতায় পঠন-পাঠ করালে, কবিতায় কেন নয়!!

এই আগষ্টে কলম ধরিয়া 'সন্ধি-সমাস' নিয়ে চিন্তিত চিত্ত,

যেই যুক্তাক্ষর লিখি অমনি পরে যাই "দ্বন্দ্ব" এ!

ভয়ে মরি, পাশে কিছু গ্রুপে থাকা বিখ্যাত কবি বলেন

না ফেলেন 'এটা কি ?"

অমনি চমকে দেখি সামনে ফাইলে ঝুড়ি,কোনটির

কাজ করি না রাখি এই ভাবিতে ভাবিতে কবিতা টি

করি ডিলিট |

সম্মুখে ছিল বুঝি কুন্ডলী-চক্র,ফোঁস করে ফনা ধরে

ইয়া এক গোখরে |

তবু আমি শিক্ষা নিয়ে যাব,সকলকে সম্মান দিয়ে

কিছু খারাপ বাদ রেখে ভাল খুঁজে নেবো |

নাই বা ঠাঁই দিল কেউ দ্বারে,আমার চেষ্টার দুয়ারে,

আপন করে নেব সবে |