Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লিপি প্রকাশক ও আন্ডারগ্রাউন্ড সাহিত্য কার্নিভাল-এর সাহিত্য আলোচনা ও বই প্রকাশ

অনুষ্ঠিত হয়ে গেল লিপি প্রকাশনা ও আন্ডারগ্রাউন্ড চ্যাপ্টার তমলুক এর যৌথ উদ্যোগে এক সুন্দর মনোগ্রাহী কবিতা ও গল্প পাঠ, আলোচনা,ও বই প্রকাশের আসর। করোনা আবহে শিক্ষা সংস্কৃতি যখন এক ভয়াবহ দুঃসময়ের সঙ্গে স্তব্ধ সেই সময় কিছু সংস্কৃত…



অনুষ্ঠিত হয়ে গেল লিপি প্রকাশনা ও আন্ডারগ্রাউন্ড চ্যাপ্টার তমলুক এর যৌথ উদ্যোগে এক সুন্দর মনোগ্রাহী কবিতা ও গল্প পাঠ, আলোচনা,ও বই প্রকাশের আসর। করোনা আবহে শিক্ষা সংস্কৃতি যখন এক ভয়াবহ দুঃসময়ের সঙ্গে স্তব্ধ সেই সময় কিছু সংস্কৃতিমন সম্পন্ন মানুষ সাংস্কৃতিক মননের ভাব বিনিময়ের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে আসার সুন্দর প্রয়াসের উদ্যেগ করেছেন। ২৯শে নভেম্বর রবিবার নিশ্চিন্ত বসান অঙ্কুর মনোনিবেশ কেন্দ্রে বিদ্যাসাগর সভাকক্ষে অনুষ্ঠিত হলো এক সাহিত্য বাসর। প্রকাশিত হয় কবি সাহিত্যিক অধ্যাপক সুস্নাত জানা মহাশয়ের কাব্যগ্রন্থ সেই আলো রজতাভ এবং কবি সাহিত্যিক শ্যামল দত্তের উপন্যাস মোহতিমির। আয়োজক লিপি প্রকাশনার প্রকাশক কবি গৌতম ভট্টাচার্য্য স্বাগত ভাষণ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।



অনুষ্ঠানটি উদ্বোধন করেন - কবি শিশিরকুমার বাগ। লিপি প্রকাশনার উদ্বোধক শ্রী অজিত ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন ড. সুস্নাত জানা,কবি শ্যামল দত্ত, এবং কবি শুভঙ্কর দাস।

কবিতা পাঠ করেন, শিশির কুমার বাগ, অভিজিৎ দত্ত, অশোককুমার বাগ, তাপস বৈদ্য, গোবিন্দ বারিক, অঙ্কন মাইতি, অরিন্দম প্রধান,সৌমাভ, অনিমেষ সাউ, রাজকুমার আচার্য,ময়ূখময় অধিকারী, অমিত্রাক্ষর দাস,কমলেশ নন্দ, সুব্রত বর্মন, সুজাতা বেরা, চিত্তরঞ্জন দাস।

গল্পপাঠ করেন, মিঠুন মুখার্জি, প্রসেনজিৎ মাইতি।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৌশিক অধিকারী।



দ্বিতীয় পর্যায়ে আন্ডারগ্রাউন্ড চ্যাপ্টার তমলুকের উদ্যোগে অ্যান্ডার গ্রাউন্ড সাহিত্য কার্নিভ্যাল অনুষ্ঠিত হয় । সঞ্চালনা করেন তাপস বৈদ্য।

কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়টে স্মরণ করে শ্রদ্ধা জানায় কবি মহাদেব চক্রবর্তী। বিশেষ সাহিত্য সম্মাননা দেওয়া হয় নাট্যকার অনুপম দাসগুপ্তকে। ড. রমেশচন্দ্র মুখোপাধ্যায় এর গল্পগ্রন্থের  আলোচনা করেন ড.রীতা দে।

কবিতাপাঠ করেন কৃষ্ণপ্রসাদ মাঝি, কাজল চক্রবর্তী, গৌরাঙ্গ শ্রীবাল। সৈকত শী, পবিত্র ভক্তা, সিন্টু প্রধান,চন্দন দাস, কবি মিশ্র,ছন্দক দাস, শিলাদিত্য চ্যাটার্জি,ও সৈকত দাস। আলোচনা করেন, সুজাতা বেরা ও ড. বাপ্পাদিত্য মাইতি।


এছাড়াও কবি সুস্নাত জানার অকল্পকথা প্রকাশ করেন,ড.সবিতা  চক্রবর্তী। আলোচনা করেন ড.রমেশচন্দ্র মুখোপাধ্যায়। কবি অশোক কুমার বাগের দাহকাঠের আলো প্রকাশ করেন ড.রীতা দে, আলোচনা করেন ড.সুস্নাত জানা।