Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাঁটে কি টক্কর নিয়েই নিতীশ কে চলতে হবে পাঁচ বছর।ঘাড়ে নিশ্বাস ফেলবে তেজস্বী

। তরুন চট্টোপাধ্যায় ।বিহারের ভোটের ফলাফলে আবার চতুর্থ বারের জন্য ক্ষমতার কুর্সিতে বসতে চলেছে নীতিশ কুমার ।সব কিছু ঠিক ঠাক চললে আগামী পাঁচ বছর মুখ্যমন্ত্রী পদটি নীতিশের আবার পাকা।দল হিসেবে তৃতীয় হলেও এন ডি এর জোট সব থেকে বেশি আসন…



 । তরুন চট্টোপাধ্যায় ।

বিহারের ভোটের ফলাফলে আবার চতুর্থ বারের জন্য ক্ষমতার কুর্সিতে বসতে চলেছে নীতিশ কুমার ।সব কিছু ঠিক ঠাক চললে আগামী পাঁচ বছর মুখ্যমন্ত্রী পদটি নীতিশের আবার পাকা।দল হিসেবে তৃতীয় হলেও এন ডি এর জোট সব থেকে বেশি আসন পাওয়ার নিরিখে নীতিশের চেয়ার রইলো অক্ষত।মহাজোট কে পিছনে ফেলে বিজেপির হাত ধরে হয়তো মিউজিক্যাল চেয়ারে বসলেন নীতিশ।তবে লালু প্রসাদের ছেলে আর জে ডির তেজস্বী যাদব আগামী পাঁচ বছর তাঁর ঘাড়ে নিশ্বাস ফেলবেন।প্রধান বিরোধী দলনেতা এক ইঞ্চি জমি ও যে ছাড়বেন না তা একেবারে সত্যি ।পদে পদে নীতিশ কুমার কে বেকায়দায় যে ফেলবেন তাতো বোঝাই যাচ্ছে ।

মঙ্গলবার ভোট গননার দিন থেকেই তেজস্বী সে কাজ শুরু করে দিয়েছেন।একবার মহাজোট এগিয়ে আবার পিছিয়ে।সারাদিন ছিল হাড্ডাহাড্ডি লড়াই ।যবনিকা পাত হয় গভীর রাতে।দেখা যায় এন ডি এ জোট ম্যাজিক ফিগার ছাড়িয়ে তিনটি আসন বেশি পেয়ে ছেন।আর এর ফলেই নীতিশের দখলে যায় মুখ্যমন্ত্রীর গদি।বার বার চারবার ।শেষ ভালো যার সব ভালো।এখন দেখা যাক নীতিশের কপালে ভালো কতদিন থাকে।বিজেপির হাত ধরেই তো নীতিশের বিজয় রথ খানাখন্দ পেরিয়ে পৌঁছালো অভীষ্ট লক্ষ্যে।নিজের দল হিসেবে তো নীতিশের দল তৃতীয় ।

দলগত ভাবে তেজস্বীর দল এক নম্বরে থাকলেও কোনমতে জয় পেল এন ডি এ।দিগ্বিজয় সিং ইতিমধ্যেই নিতীশ কুমার কে মহাজোটে আসবার জন্য আহ্বান জানিয়েছেন ।যদিও বিজেপি বক্তব্য উনি হতাশায় এই সব ভুলভাল কথা বলছেন।নীতিশ যে এনডিএ জোটের মুখ্যমন্ত্রী হবেন তাতো প্রধানমন্ত্রী ভোটের প্রচারে এসেই বলে গেছেন।আর ভোটে জেতার পর প্রধানমন্ত্রী বলেছেন এ জয় বিহার বাসীর।

243 আসনের বিহার বিধান সভার ম্যাজিক ফিগার দরকার ছিলো 122 টি সিট।সেখানে এন ডি এ 125 ।তেজস্বী যাদব দের মহাজোট 110 টি আসন পেয়ে সামান্য পিছনে।অন্যান্যরা 7 ।ওয়াইসির গদ্দারিতে পৌষ মাস এলো বিজেপির।সর্বনাশ হলো মহাজোটের ।তবুও প্রধান বিরোধী দলের মর্যাদা নিয়ে তেজস্বী যাদব লড়াই এ থেকেই গেলো।বামেরা জমি ফিরে পেলেও মহাজোট কে এবার ডোবালো কংগ্রেস দল।একটু ভালো ফল করলে মহাজোটের বিজয় রথ কে আটকে রাখা যেতো না।যদিও কংগ্রেসের দাবি কঠিন আসন গুলি দেওয়া হয়েছিল কংগ্রেস কে।ওয়াইসির দল বেশ কিছু আসনে মুসলিম ভোট কেটে ফাঁপরে ফেলে দিলো মহাজোট কেই।

এন ডি এ যে বিহারে সরকার গড়ছে তা এখন পরিস্কার ।বিহার বিজেপির রাজ্য সভাপতি সঞ্জয় জয়সোয়াল সে কথা আগেই জানিয়ে দিয়েছেন । 

ট্রাজিক হিরো তেজস্বী যাদব কিন্তু নির্বাচনের দিন থেকেই এন ডি এর ঘাড়ে নিশ্বাস ফেলে আসছেন।আগামী পাঁচ বছর ও তাতে কোন বিরাম থাকবে না।বিরোধী দল হিসাবে বিহার বিধান সভা মাতিয়ে রাখবেন তিনি।এবার আর এতো সহজে নীতিশ স্টাইল চলবে না।বারে বারে ধাক্কা দেবেন নীতিশ সরকারের কাজকর্মে ।ইতিমধ্যেই তেজস্বী ভোটে কারচুপির অভিযোগ এনেছেন।

কাঁটে কি টক্কর ।চলবেই।আর এরি অর্থ হলো একে অন্যের ঘাড়ে নিশ্বাস ।

বিহার জয়ে বাংলা বিজেপি শিবিরে খুশির হাওয়া ।রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তো বলেই দিলেন ,এবার বাংলা পারো তো সামলা।

বিহারের ভোটে তেজস্বী যাদব যেমন মহজোটের হয়ে লড়াই করেছেন বাংলার ভোটে তা কি সম্ভব।

কাঁটে কি টক্কর বিহারে হলেও বাংলা তে সে রকম ছবি আজও ধরা পড়ে নি।কে আর কাকে এখানে টক্কর দেবে।