Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শালবীথির উদ‍্যোগে বিজয়া সম্মিলনী

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর :  কেবলমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন উদ্যোগে বিজয়া সম্মিলনী ঘরোয়া ভাবে অনুষ্ঠিত হলো বুধবার । এদিন দুপুরে মেদিনীপুর শহরে গণপতিবসু স্মৃতি উ…



 নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর :  কেবলমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন উদ্যোগে বিজয়া সম্মিলনী ঘরোয়া ভাবে অনুষ্ঠিত হলো বুধবার । এদিন দুপুরে মেদিনীপুর শহরে গণপতিবসু স্মৃতি উদ্যানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে  সংস্থার শুভানুধ্যায়ীরা ও সদস্যারা উপস্থিত ছিলেন। চারাগাছে জল ঢেলে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। সমবেত ভাবে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সংস্থার সদস‍্যারা।সংগঠনের সম্পাদিকা রীতা বেরা তাঁর স্বাগত ভাষণে, তাঁদের সংগঠনের বিগত দিনের বিভিন্ন কার্যাবলী সম্পর্কে এবং ভবিষ্যতে তাঁরা কী করতে চান,সে সম্পর্কে উপস্থিত সকলকে অবগত করান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্ঘ চক্রবর্তী,জয়ন্ত মন্ডল,  গোপাল সাহা, তাপস জানা,সুব্রত মহাপাত্র,তাপস মাইতি,বিশ্ব বন্দ্যোপাধ্যায়, রামপদ আচার্য, খোকন মাহাতো,সমীর মহান্তি,মণিকাঞ্চন রায়, অভ্রজ্যোতি নাগ,শিবদেব মিত্র,দীপেশ দে,রূমা কর, মঞ্জু হেমরম,পার্থ বাগচি,রাজীব দাস, মৌসুমী ভট্টাচার্য্য,রাজীব দাস,শান্তনু পান্ডা,ঝুলন মুখার্জি, বিশ্বজিৎ মন্ডল, নিসর্গ নির্যাস, প্রসেনজিৎ মল্লিক, রঞ্জিত দাস, শৌভিক সাউ, সোমনাথ দাস,মণিরাজ ঘোষ, সুদীপ কুমার খাঁড়া,মানস রায়,ফাকরুদ্দিন মল্লিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। অতিথিদের চারাগাছ ও চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়া হয়। আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও আলোচনার মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করেন অতিথি শিল্পী ও সংস্থার সদস্যাবৃন্দ। অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার সভানেত্রী পাঞ্চালী চক্রবর্তী। সঞ্চালনা করেন বাচিকশিল্পী মৈথলী ঘোষ। গোটা অনুষ্ঠানটি সুষ্ঠু ভাবে রূপায়ণে  গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন সংগঠনের  সভানেত্রী পাঞ্চালী চক্রবর্তী, সম্পাদিকা রীতা বেরা ,সদস‍্যা রাজশ্রী মন্ডল , সুদীপ্তা দে , ঝুমঝুমি চক্রবর্তী , সবিতা সাহা , কৃষ্ণা রায়, মনোয়ারা বেগম , দীপান্বিতা সেন সহ অন্যান্যরা। উপস্থিত না থেকেও তাঁদের অনুষ্ঠানে সর্বাঙ্গীন সহযোগিতা করার জন্য শালবীথির শুভানুধ্যায়ী  বিশিষ্ট উদ‍্যোগপতি চন্দন বসুকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ  জানানো হয়।