Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

টুনি বাল্ব নয়, মাটির প্রদীপ জ্বালাতে বললেন পরিবহন মন্ত্রী

চীনের প্রোডাক্ট টুনি বাল্ব দেশপ্রেমিক নাগরিকরা কেউ কিনবেন না। কয়েকদিন আগে সীমান্তে আমাদের দেশের এতগুলো বীর সন্তান কে খুন করেছে চীন। সবাই মাটির প্রদীপ ব্যবহার করুন। তমলুকে কালী পুজোর উদ্বোধন করতে এসে জানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী…

 


চীনের প্রোডাক্ট টুনি বাল্ব দেশপ্রেমিক নাগরিকরা কেউ কিনবেন না। কয়েকদিন আগে সীমান্তে আমাদের দেশের এতগুলো বীর সন্তান কে খুন করেছে চীন। সবাই মাটির প্রদীপ ব্যবহার করুন। তমলুকে কালী পুজোর উদ্বোধন করতে এসে জানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।


কালী পুজোর উদ্বোধন করে মায়ের গলায় রজনীগন্ধার মালা এবং জবা ফুলের মালা পরিয়ে ধুপ দিয়ে আরতি করে জানালেন করোনার ভ্যাকসিন তাড়াতাড়ি পৌঁছে যাক। আমরা বাঙালিরা আড্ডা দিতে পারছিনা, কথা বলতে পারছিনা, মুখ বন্ধ, চোখ বন্ধ, মাথায় ক্যাপ, তাড়াতাড়ি ভাগ করোনা ভাগ।

প্রত্যেক বছর কালি পুজোতে তমলুক শহর যেভাবে মেতে ওঠে এবারে করোনা পরিস্থিতির কারণে মহামান্য আদালত এবং রাজ্য সরকারের বিধি-নিষেধ মেনে কালি পুজো করতে হচ্ছে পুজো উদ্যোক্তাদের। করোনার বিধি-নিষেধ মেনে শুক্রবার দুপুরে তমলুক শহরের উত্তরায়ন ক্লাবের কালি পুজোর উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।