Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা/০৮-১১-২০২০৷ঈশ্বরকে বলছি    #গোপেশ রায় ৷
স্যার, মানুষই আপনার অন্তিম সংস্করণশাখামৃগের বহুকাল পরআপনার ধর্মশালায় মানুষের আগমন !
তারপর কেটে গেছে কোটিকাল,আপনারমুদিত নয়ন বিভোর বিস্মরণদুটি পায়ে ভর করা জীবন, দুটি হাতেঅন্ন অণ্বেষণ, জী…


 কবিতা/০৮-১১-২০২০৷

ঈশ্বরকে বলছি

    #গোপেশ রায় ৷


স্যার, 

মানুষই আপনার অন্তিম সংস্করণ

শাখামৃগের বহুকাল পর

আপনার ধর্মশালায় মানুষের 

আগমন !


তারপর কেটে গেছে কোটিকাল,আপনার

মুদিত নয়ন বিভোর বিস্মরণ

দুটি পায়ে ভর করা জীবন, দুটি হাতে

অন্ন অণ্বেষণ, জীবন যাপন !


নগ্নতার ছবি আঁকে দুঃশাসন

গোঁয়ার গোবিন্দ দূর্যোধন, হানাহানি

সহিংস রোষানল, সব ছারখার হুতাশন —

উত্থান পতন !


স্যার, তবু আপনি নির্বিকার !

কতোকি যে হয় পরিবর্তন তারও

পরিবর্তন এবং পরিবর্তন —

মানুষের পর সব গড়া শেষ,

হবেনা কী আর অন্যকোন

শুভ সংযোজন !


মানুষ নয় দেবতাও নয়, নয় দেবারি

অন্য কোন বিলগ্ন বিস্ময় !


©গোপেশ রায় ৷ মেদিনীপুর ৷ প.ব ৷ ভারতবর্ষ৷০৮-১১-২০২০|