Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন বিভাগ   ------------  কবিতা কবিতার নাম  ----- জুজু বুড়ির ভয় কলমে   -----------   তরু তালুকদার তারিখ   -----------   ১৭/১২/২০২০ 
জুজু বুড়ির ভয় দেখিয়ে ঘুম পাড়াতে চায় , ভয়ে শিশুটি কাতর হয়ে চোখ দু'টি বজায়। 
খুলল…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

বিভাগ   ------------  কবিতা 

কবিতার নাম  ----- জুজু বুড়ির ভয় 

কলমে   -----------   তরু তালুকদার 

তারিখ   -----------   ১৭/১২/২০২০ 


জুজু বুড়ির ভয় দেখিয়ে 

ঘুম পাড়াতে চায় , 

ভয়ে শিশুটি কাতর হয়ে 

চোখ দু'টি বজায়। 


খুললে চোখ আসবে জুজু 

কি না জানি কি হয় ! 

সেই কারণে খুলে না চোখ 

পাচ্ছে শিশুটি ভয় । 


কখন-যে সে ঘুমিয়ে যায় 

বলতে পারে না , 

সারারাত জড়িয়ে মাকে 

কোল-তো ছাড়ে না। 


আজ দেশের নিরীহ মানুষ 

করছে জুজুর ভয় , 

কাকে জড়িয়ে ঘুমাবে তারা 

আতংকে সবাই রয়...।