সোস্যাল মিডিয়ায় পোষাক পরিবর্তন --------------------------------------কৃত্তিবাস ওঝা ===========================17/12/20
সময়ের ঘরে তালা লাগিয়ে সময় খুঁজছো বাজারে পোষা চোর সময় করছে চুরি সময় নেই , দারুন ব্যস্ত জানাছো চিৎকার করে ।
মনে …
সোস্যাল মিডিয়ায় পোষাক পরিবর্তন
--------------------------------------
কৃত্তিবাস ওঝা
===========================
17/12/20
সময়ের ঘরে তালা লাগিয়ে
সময় খুঁজছো বাজারে
পোষা চোর সময় করছে চুরি
সময় নেই , দারুন ব্যস্ত
জানাছো চিৎকার করে ।
মনে হয় অতিথির সংখ্যা বেড়েছে
কোলাহল বেড়েছে মনের ঘরে
পুরানো প্রিয়জনের গুরুত্ব কমেছে
আপেক্ষিকতার সূত্র ধরে।
সোস্যাল মিডিয়ার দারুন গতি
প্রেম ভালোবাসা হোঁচট খায় বারেবারে
নদীর স্রোতের মত আসে যায় সবকিছু
কাগজের ফাঁকা ঠোঙ্গা পড়ে থাকে বালুচরে
মন-গতিতে দ্রুত, সবকিছু যায় সরে ।
রাগ অভিমান সন্দেহ অভিযোগ
নিজের মত করে
সবাই নিজে নিজে গড়ে
সোস্যাল মিড়িয়ায় পোষাক পরিবর্তন হয়
দিনে রাতে, ঋতু চেঞ্জ ধ'রে
কিছু পাগোল পাগলী হয়ত আছে
যারা মন প্রাণ হৃদয় দিয়ে
ফেসবুকে অপরকে আপন করে
অবশেষে দুঃখ গ্রাস করে তাদের।।