তারিখঃ-14.12.20.কবিতাঃ-এ নয় জীবন কলমেঃ-পূর্ণ দে
পলল ঢাকা স্মৃতির শান্ত এক গ্রাম শহুরে বাবুদের কাছে অজানা সে নাম।ভিক্ষার হাতে জোটে না দু-মুঠো ভাত, উদ্বাস্তু কিশোরী বিক্রি করে যৌবন সারারাত।বিজলী বাতির নিচে লজ্জাহীন অপেক্ষায় শীত কা…
তারিখঃ-14.12.20.
কবিতাঃ-এ নয় জীবন
কলমেঃ-পূর্ণ দে
পলল ঢাকা স্মৃতির শান্ত এক গ্রাম
শহুরে বাবুদের কাছে অজানা সে নাম।
ভিক্ষার হাতে জোটে না দু-মুঠো ভাত,
উদ্বাস্তু কিশোরী বিক্রি করে যৌবন সারারাত।
বিজলী বাতির নিচে লজ্জাহীন অপেক্ষায়
শীত কাঁপে সমস্ত আশা-আকাঙ্ক্ষায়।
কলেজে বেরিয়ে যাওয়া বড়ো আদরের মেয়ে
ফেরে না নিজের ঘরে কাঙ্ক্ষিত সময়ে।
আকাশ ভেঙে নামে বৃষ্টি-ফুল বৃন্ত থেকে ঝরে যায়
হাসপাতালের 37নং বিছানা তীব্র যন্ত্রণায় কাতরায়।
উত্তেজিত জনতা পথ অবরোধে স্তব্ধ করে স্বাভাবিক জীবন
লুটপাট চলে দোকান পাটে-বাসে ট্রাকে ধরায় আগুন।
সুযোগ বুঝে একে-অন্যের ঘাড়ে চাপায় দোষ
রাজনৈতিক দাঙ্গায় প্রাণ হারায় নিরীহ মানুষ।
আলো নেভানো রাত-চারিদিকে ভূত নির্জনতা,
ঘেমে যায় শরীর-প্রকাশ পায় নিজের অক্ষমতা।
হাতে তুলে নেয় বন্দুক আমারই সহোদর
ক্ষমতা করে যায় বড়াই শরীরে নিয়ে জ্বর।
গোপন কথা-গোপনে চেপে যেতে হয়
স্ত্রী-সন্তান-সংসার ভীষণ রক্ত চক্ষুর ভয়।
চোখের সামনে নিভে যায় কতো জ্বলন্ত প্রদীপ
অশুভ শক্তির ছায়ায় সবাই যেন বিচ্ছিন্ন দ্বীপ ।
অন্ধকারে জেগে ওঠা শিশুমন সান্ত্বনা হীন
নিজের ঘরে ভাড়াটিয়ার মতো কাটে দিন।