কবিতা-তুমি আসবে বলেকলমে-পাদকতাং-১৪/১২/২০২০*****************
নব যৌবনের উন্মাদনায় জোয়ারে যখন ভেসেছিসে জোয়ারে ছুটিব বলে তোমাকে হৃদয়ে চেয়েছি।হাত দুটি ধরে বলেছি বিনয়ে ভালোবাসি ওগো প্রিয়প্রেমের তরে প্রাণ যদি চাও তবে তাই তুমি নিও…
কবিতা-তুমি আসবে বলে
কলমে-পাদক
তাং-১৪/১২/২০২০
*****************
নব যৌবনের উন্মাদনায় জোয়ারে যখন ভেসেছি
সে জোয়ারে ছুটিব বলে তোমাকে হৃদয়ে চেয়েছি।
হাত দুটি ধরে বলেছি বিনয়ে ভালোবাসি ওগো প্রিয়
প্রেমের তরে প্রাণ যদি চাও তবে তাই তুমি নিও।
বুঝিনি আমি সে প্রেম ছিল আবেগের কোন কায়া
অন্যের হাত ধরিলে তুমি আমাকে করিয়া ছায়া।
প্রথম প্রেমে মূর্চ্ছা খেয়ে হয়েছিলেম দিশেহারা
অন্ধকারে আকাশ মাঝে খুঁজেছিলেম শুক তারা।
এক বসন্তের বিরহ নিয়ে আর এক বসন্তের দেশে
পলাশ ফুলের রঙের বাহার হৃদয় এসে মেশে।
কোন নয়নে নয়ন রেখে জীবনের স্বপ্ন এঁকে
কতো না ধারায় ছুটিত নদী মোহনায় এঁকে বেঁকে।
কোনক্ষনে বুঝিলেম আমি এযেন মরীচিকা মরুভূমি
অকিঞ্চন জীবন শুধুই বিফল চিনিয়ে দিলে যে তুমি।
যতবার প্রেম ভাঙ্গিবে আমার ততবার আমি গড়িব
যেদিন প্রেম আসিবে হৃদয়ে সেদিন আমি থামিব।
এমনি করেই কত বসন্ত এল আর ফিরে গেল
এতো প্রেম আর হৃদয়ের কথা সবই যে মিথ্যে হল।
কোন বসন্তে ফুলের কাঁটা কোন বসন্তের অবক্ষয়
কোথাও শুনেছি স্বার্থের কথা কোথাও দেখেছি ভয়।
সেই প্রেম আমি আজও খুঁজি যা চেয়েছে এই মন
সব হৃদয়ে খুঁজে বেড়াই এ জগতের বড়ো ধন।
এক বসন্ত দুই বসন্ত হাজার বসন্তেও আমি থাকিব
তুমি আসবে বলে সব বিলিয়ে নিঃস্ব হয়েও বাঁচিব।