Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

"রসনায় শীত"      প্রতিবিম্ব রায়     (01.12.2020)~~~~~~~~~~~~~~মাঠ ভরেছে কড়াই শুঁটিসবুজ পালং শাকে,সাত সকালে শিউলী জাগেরসের ঠিলে বাঁকে । 
হিমের চাদর জড়িয়ে গায়েমিঠে রোদের হাসি,ফলের দোকান করছে শাসনকমলা রাশি রাশি । 
অামোদি মাছ…

 


"রসনায় শীত"

      প্রতিবিম্ব রায়

     (01.12.2020)

~~~~~~~~~~~~~~

মাঠ ভরেছে কড়াই শুঁটি

সবুজ পালং শাকে,

সাত সকালে শিউলী জাগে

রসের ঠিলে বাঁকে । 


হিমের চাদর জড়িয়ে গায়ে

মিঠে রোদের হাসি,

ফলের দোকান করছে শাসন

কমলা রাশি রাশি । 


অামোদি মাছে মাখো মাখো

সঙ্গে পিঁয়াজ কলি,

দুপুর বেলার গরম ভাতে

অাহা, কি যে বলি ! 


লাল অামনের হুড়ুম মুখে

ধনিয়া পাতার বড়া,

কাঁচা লঙ্কার এক কামড়ে

লাগে মিঠে কড়া । 


সর পড়া ওই অালো চালের

নলেন গুড়ের পায়েস,

শেষ পাতে তার দেমাক ভারি

তৃপ্তি তোলা অায়েশ । 


ক্ষীরের পুরে গোকুল পিঠে

নারকেল ভাজা পুলি,

ভাগ চাইলে বাঁধবে এবার

ভীষণ চুলোচুলি । 


খোলা অাকাশ তলে মেলা

হঠাৎ চড়ুইভাতি,

যে যাই বলুক শীত যে অামার 

পরম প্রিয় সাথী ।