: ময়নার প্রাচীন রাস মেলা করোনা আবহে বন্ধ । এবার ময়নার 460বছরের ঐতিহ্য বাহী প্রাচীন রাসমেলা এবার বন্ধ হলেও ধর্মীয় রীতি মেনে প্রাচীন বাহুবলিন্দ্র পরিবারের কুলদেবতা শ্যামসুন্দর জিউ কে গড়ের বাইরে নিয়ে এসে রাসমঞ্চে আনা হয় এবং পুজো করা…
: ময়নার প্রাচীন রাস মেলা করোনা আবহে বন্ধ । এবার ময়নার 460বছরের ঐতিহ্য বাহী প্রাচীন রাসমেলা এবার বন্ধ হলেও ধর্মীয় রীতি মেনে প্রাচীন বাহুবলিন্দ্র পরিবারের কুলদেবতা শ্যামসুন্দর জিউ কে গড়ের বাইরে নিয়ে এসে রাসমঞ্চে আনা হয় এবং পুজো করার পর
বিকেলে কালিয়া দহ ও মাকড় দহ পরীখা তে নৌকা বিহার করে দেবতা কে পরিভ্রমণ করা নো করা হয় । রাস মেলা কমিটির সম্পাদক শেখ জামাল ইসলাম বলেন, এবার করোনা আবহে মেলা তে জন সং যোগ বন্ধ করার জন্য মেলা বন্ধ আছে তবে ধর্মীয় রীতি মেনে পুজো চলবে সাতদিন ধরে ।
জয়দীপ পন্ডা