#আধুনিক ক্যাসানোভাঅঞ্জনা চক্রবর্তী
বেশ ছিল আটো সাটো ঘর সংসার |অভ্যেস বেশ রপ্ত , বুঝে গেছি এত দিনেকেউ কারো নয় , রোজ নামচায় |তাই অভিমান জমতে জমতে যখন শক্ত বরফ আর গলে না জল---ছিদ্র গুলো ঢেকে যায় উদাসীনতায় ___ন…
#আধুনিক ক্যাসানোভা
অঞ্জনা চক্রবর্তী
বেশ ছিল আটো সাটো ঘর সংসার |
অভ্যেস বেশ রপ্ত , বুঝে গেছি এত দিনে
কেউ কারো নয় , রোজ নামচায় |
তাই অভিমান জমতে জমতে যখন শক্ত বরফ
আর গলে না জল---
ছিদ্র গুলো ঢেকে যায় উদাসীনতায় ___
নেই কোনো অনুযোগ বা আকাঙ্খা...
এখন থাকতে হয় বলেই থাকা , সংসার যাপন |
প্রাধান্য নিজের কর্তব্য দায়িত্ব আর ভালো লাগা |
সেই সময় আবির্ভাব ক্যাসানোভার |
সেই রবীন্দ্রনাথের "সাধারণ মেয়ের "নায়ক সুরেসের মতন |
কথা বলার কি অসামান্য ভঙ্গি... মনে হয় কত দিনের আপন |
আবেগ জাগায় .. ভরসা জোগায় .. প্রেম রচনায় পারদর্শী |
এ যে নারী শিকারী...! মধ্য রাতে বা দিন দুপুরে
শিদ কাটে মনের ঘরে , বক ধার্মিক |
মিষ্টি মিষ্টি মিষ্টতায় আচ্ছন্ন মরীচিকা ___
দূরের জন তো আকর্ষণ, খানিক কুয়াশা |
প্রলোভন... প্রত্যাশা....দেখা যায় না ভালো...
দিনে দিনে নিজেকে বিলিয়ে হয় নিঃস্ব |
ক্যাসানোভা আসে খানিক হাসতে, মজা পেতে, ভালো থাকতে |
মুহূর্তের সম্পর্ক |
সব পাওয়া হয়ে গেলে সব পরিবর্তন ____
কথারা পাল্টে যায়...; আচরণ দিক বদল
সময় এখন অন্যত্র ব্যস্ততায়|
নানা অজুহাত সাজাতে হয় |
কমতে থাকে... শব্দ বাক্য শুভেচ্ছাও..
স্বল্প স্বল্প করে... এখন শুধু কোনোমতে সুপ্রভাত |
আসল আজ যে বসন্ত নয়.. বসন্তের কোকিল আসবে কেন?