Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিষয়-- কবিতা/ তারিখ 14-12-2020কবিতা- "একটা ধানের শীষ "কবি- উৎপল বাগ (পিনুদা )হাওড়া ।
অগ্রহায়ণের শেষ ।
ছুটির দিনের সকাল ,ঠান্ডা পড়েছে বেশ , ষাট ছুঁই ছুঁই অমলবাবু বন্ধ ঘরে হাঁপিয়ে ওঠে বেশ ---'
দরজা ঠেলে বেরিয়ে পড়ে পথে , …

 


বিষয়-- কবিতা/ তারিখ 14-12-2020

কবিতা- "একটা ধানের শীষ "

কবি- উৎপল বাগ (পিনুদা )হাওড়া ।


অগ্রহায়ণের শেষ ।


ছুটির দিনের সকাল ,

ঠান্ডা পড়েছে বেশ , ষাট ছুঁই ছুঁই অমলবাবু 

বন্ধ ঘরে হাঁপিয়ে ওঠে বেশ ---'


দরজা ঠেলে বেরিয়ে পড়ে পথে , বাহিরের 

হিমেল বাতাস ফিরিয়ে দেয় মুক্ত আকাশ ।


শিশির ভেজা ঘাস । 


পা ভিজিয়ে হাঁটতে গিয়ে থমকে 

দাঁড়ায় একটা ছোট্ট গাছের পাশ -----


অবাক হচ্ছে পথিক যত পথে ।


কি দেখছে অমলবাবু ঝুঁকে পড়ে ছোট্ট চারা

গাছে ! ----- তখন তাঁর 

চোখ দুখানি আটকে আছে পথের পাশে 

আস্তাকুঁড়ে একটা ধানের শীষে ।


হয়তো বা কেউ শহরবাসী - 

ফেলে গেছে ধান দুখানি পথে , 

অমলবাবু হারিয়ে তখন 

কিশোর বেলার দেশে ।


পৌষ মাসের ডাক ;

মাঠের পরে মাঠ ,

সোনালী ধানের চাষ -----


কি নাম ছিল মাঠের ? 


শ্যাম চক সে তো একটা বাঁধের পর ,

বাইশ ক্রোশী বাদা ছিল

তারপর তারপর------


বাবার হাতে হাত জড়িয়ে 

আলের মাঝে দাঁড়িয়ে তখন অমল----


কড়াই ক্ষেত , সরষে ক্ষেত ,

মাড়িয়ে সকাল বিকেল -----


খুঁজে ফেরে খামার বাড়ি , ধানের মরাই ;

দাঁড়িয়ে পড়ে লাটাই হাতে অমল ।


পথের পরে হঠাৎ কোলাহল ,

হারিয়ে ফেলে কিশোর বেলার 

ঘুড়ি লাটাই সুতো । 


চমকে ওঠে অমল ---'


তৃপ্ত হাসি মনের বাঁশি 

আস্তাকুঁড়ে একটা ধানের শীষে ----


@উৎপল বাগ (পিনুদা )হাওড়া