Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃনমুল বিধায়কের সাংবাদিক বৈঠক

সংবাদিক বৈঠক করলেন করলেন রামনগরের বিধায়ক তথা কো-অর্ডিনেটর অখিল গিরি ও বিধায়ক অর্ধেন্দু মাইতি 
তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া শহীদ মাতঙ্গিনী ব্লক এর মহম্মদ সেলিম ও দিবাকর জানাকে সসম্মানে ফিরিয়ে আনল দল।এদিন সাংবাদিক বৈঠক করে…

 


সংবাদিক বৈঠক করলেন করলেন রামনগরের বিধায়ক তথা কো-অর্ডিনেটর অখিল গিরি ও বিধায়ক অর্ধেন্দু মাইতি 


তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া শহীদ মাতঙ্গিনী ব্লক এর মহম্মদ সেলিম ও দিবাকর জানাকে সসম্মানে ফিরিয়ে আনল দল।এদিন সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে জানান। পাশাপাশি আগামী দিনে বিনয় কোঙার, লক্ষ্মণ শেঠ, অনিল বসুর মতো অবস্থা হতে পারে শুভেন্দু অধিকারীর, সময়ই সে কথা বলবে, জানালেন অখিল গিরি।