বন্ধু তুমিকলমে : শ্যামল বিশ্বাস
দিনের শেষে ভীষণ রুকম ,একলা তুমি আমারই মতন ।তোমার চোখেও রাত্রি নামে ,নিরবতার বিষাদ যাপন ।
মিথ্যে হাসির ঝলকানিতে ,কষ্ট গুলো গোপন স্রোতে ।মুখোশে মুখ ঢাকছো শুধুই ,অন্ধকারের মুখ লুকোতে ।
ভুলের ভেলায় চড়ে ক…
বন্ধু তুমি
কলমে : শ্যামল বিশ্বাস
দিনের শেষে ভীষণ রুকম ,
একলা তুমি আমারই মতন ।
তোমার চোখেও রাত্রি নামে ,
নিরবতার বিষাদ যাপন ।
মিথ্যে হাসির ঝলকানিতে ,
কষ্ট গুলো গোপন স্রোতে ।
মুখোশে মুখ ঢাকছো শুধুই ,
অন্ধকারের মুখ লুকোতে ।
ভুলের ভেলায় চড়ে কেবল,
দিনভর শুধু খাচ্ছ ছোবল ।
পরশপাথর খোঁজার আশায়,
শেষ বেলাতেও আবোল তাবোল ।
তবুও বন্ধু তুমি, আমার কাছে,
ভীষণ দামী, ভীষণ পাশে ।
দুটি প্রাণ, গোপন স্রোতে
একই সুরেই যাবো ভেসে ।