Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কবিতা "প্রশ্ন"কলমে সুনীল বণিক। ১৫|১২|২০২০"""""""""""""""""""""""প্রশ্ন"সুনীল বণ…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

কবিতা "প্রশ্ন"

কলমে সুনীল বণিক। 

১৫|১২|২০২০

""""""""""""""""""""""

"প্রশ্ন"

সুনীল বণিক 

************

মানুষ সর্বদা পয়সার পিছে ছোটে,

না পয়সা মানুষকে তাড়িয়ে বেড়ায়?


লোভের পিছে ছোটে কি মানুষ, 

না লোভ মানুষকে বিভ্রান্ত করে?


প্রেমের পিছনে মানুষ ছোটে, 

না প্রেম মানুষকে ব্যতিব্যস্ত করে?


মানুষ প্রয়োজনে একসাথে থাকে,

না প্রিয়জন হয়ে ঘর বাঁধে?


মানুষ সমাজ গড়ে তোলে, 

না সমাজ ই সঠিক মানুষ গড়ে?


কবিতা মনের স্থিরতা এনে দেয়, 

না স্থির মন হলেই কবিতা লেখা?


সব সুন্দর হলেই মন সুন্দর হয়ে যায়,

না মন সুন্দর হলেই সব কিছু সুন্দর? 


এসব প্রশ্ন কি অসুস্থতার লক্ষণ,

না প্রকৃত অসুস্থ বলেই এই সব প্রশ্ন?