Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতানদীর কথা *********+নদী আমাকে টানে অপার বিস্তারে,নদী জড়িয়ে আছে জীবনের তারে।নদীর উপল ঠেলে এগিয়ে চলা,নদীর ধারার অবিরাম কথা বলা ।নদীর গতিপথ সাগরের টানে, নদীর চলা লেখা কুলুকুলু তানে।নদীর পাড়ে পাড়ে বসতির ঢলে,কত …

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা

নদীর কথা 

*********+

নদী আমাকে টানে অপার বিস্তারে,

নদী জড়িয়ে আছে জীবনের তারে।

নদীর উপল ঠেলে এগিয়ে চলা,

নদীর ধারার অবিরাম কথা বলা ।

নদীর গতিপথ সাগরের টানে, 

নদীর চলা লেখা কুলুকুলু তানে।

নদীর পাড়ে পাড়ে বসতির ঢলে,

কত ইতিহাস গড়ে মুছে যায় চলে।

নদীর বুকেতে ভাসা নৌকা বাওয়া,

বুকে টেনে নিয়ে আশে উজানের চাওয়া।

নদীর বুকের চরে কত স্মৃতি লেখা,

স্মৃতি বুকে নিয়ে নদীর পথ আঁকা। 

নদী থাকে সাক্ষী জীবন মরণে,

মানব ইতিহাসের ব্যাপ্তি স্মরণে ।


✍️পম্পা বন্দ্যোপাধ্যায়

15.12.20


চিত্র সৌজন্য :অন্তর্জাল