সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ. --- কবিতাশিরোনাম---- লজ্জাবতী কলমে-গীতা লোধ১৫/১২/২০২০
লজ্জাবতী এত লজ্জা তোমারছিল না মোর জানা,কীসের লজ্জা এতো তোমারস্পর্শ করাই মানা।
ঔষধি গুণ শাখায় শাখায়ঘিরে প্রাণ সঞ্চরি।তোমার রূপ পরে ঝড়িহিল্লোলে মন মাধুরী…
সৃষ্টি সাহিত্য যাপন
বিভাগ. --- কবিতা
শিরোনাম---- লজ্জাবতী
কলমে-গীতা লোধ
১৫/১২/২০২০
লজ্জাবতী এত লজ্জা তোমার
ছিল না মোর জানা,
কীসের লজ্জা এতো তোমার
স্পর্শ করাই মানা।
ঔষধি গুণ শাখায় শাখায়
ঘিরে প্রাণ সঞ্চরি।
তোমার রূপ পরে ঝড়ি
হিল্লোলে মন মাধুরী।
প্রেম দোলায় চমক ছোঁয়ায়
নিজেকে দেওয়া ঢাকা,
তোমার গন্ধ বিহীন ছন্দ
মাখা গোপন রেণুকা।
মধু কর যায় না পাশে
না প্রেমিদের পরানে,
না দেবতার গলের মালা
না বধূর সোহাগের স্মরণে