সৃষ্টি সাহিত্য যাপনএই জীবন ।
আমার কোনো বকেয়া কর্মফল নেইকারণ,আমি এই প্রথমবারহ্যাঁ,প্রথমবার জন্মেছিএবং মরবোও শেষবার। আমার কোনো ধর্মের পূণ্যলোভ নেই,কি হবে ঐ পুণ্য দিয়ে ?ওতে তো শুধু পরজন্মে লাভস্বর্গবাস না হয় উল্টো যা আসলে চালাকদে…
সৃষ্টি সাহিত্য যাপন
এই জীবন ।
আমার কোনো বকেয়া কর্মফল নেই
কারণ,আমি এই প্রথমবার
হ্যাঁ,প্রথমবার জন্মেছি
এবং মরবোও শেষবার।
আমার কোনো ধর্মের পূণ্যলোভ নেই,
কি হবে ঐ পুণ্য দিয়ে ?
ওতে তো শুধু পরজন্মে লাভ
স্বর্গবাস না হয় উল্টো
যা আসলে চালাকদের
ফেরেব্বাজির তত্ত্ব ।
কিন্তু এই আমি তো আর জন্মাচ্ছি না।
আমার যা দেবার, দেব মানুষকে
প্রতিদান নেবো মানুষের থেকে।
বাঁচা বড় মজার--
কিন্তু তার জন্যে শরীরের দাশত্ব
মানা চাইই ।
সেরা আশীর্বাদ তো সুস্থ শরীর-
যা যৌবনের অনুভূতি আস্বাদ দেবে
অবসাদ ঔদার্য্য ঔদাস্যও
থাকবে তার পরতে পরতে ।
শরীর বিকল না হয়
সচেষ্ট হতে হবে তার মূল্য চোকাতে--
তা হলেই পরমপ্রাপ্তি ।
যৌবনের প্রৌঢ়ত্বের বার্ধ্যকের--
থাকুক বৈচিত্র ।
উপভোগ্য হোয়ো
হে আমার অন্তিম-আলিঙ্গন।
জীবন শুধু বাঁচার
এবং আরও বাঁচার প্রস্তুতির,
অনুভবের সম্ভোগের ।
বাঁচার বিকল্প নেই-
জীবন ঋদ্ধ শুধু বাঁচাতেই ।
----&*&*&*----