Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

মহান বিজয় দিবসে বীর-শহীদদের চরণে শ্রদ্ধাঞ্জলি
শিরোনাম--বীর-শহীদ স্মরণেকলমে--নীতা কবি16/12/2020
দেশ আমার, মা আমার, আমার সব ভাই-বোনস্বাধীন ভাবে বাঁচবে সবাই,মাথা উঁচু রবে সর্বক্ষণ।
বাংলামায়ের লক্ষ লক্ষ বীর-শহীদ সন্তাননিজের জীবন তুচ্ছ …

 


মহান বিজয় দিবসে বীর-শহীদদের চরণে শ্রদ্ধাঞ্জলি


শিরোনাম--বীর-শহীদ স্মরণে

কলমে--নীতা কবি

16/12/2020


দেশ আমার, মা আমার, আমার সব ভাই-বোন

স্বাধীন ভাবে বাঁচবে সবাই,মাথা উঁচু রবে সর্বক্ষণ।


বাংলামায়ের লক্ষ লক্ষ বীর-শহীদ সন্তান

নিজের জীবন তুচ্ছ করে রেখেছে মায়ের মান।


বিজয় এনেছো তোমরা যে ভাই, তোমরা সবার গর্ব

আমার বাংলা সবার সেরা, হবে না সম্মান খর্ব।


যতদিন রবে বাংলা, বাঙালি অমর থাকবে তুমি

তোমাদের নিয়ে গর্ব করবে আমার জন্মভূমি।


আমাদের প্রিয় শেখ মুজিবর, তোমারে করি সেলাম

তোমারই নামের জয়গানে গাই তোমারই শুভনাম

মুক্তিযোদ্ধা নামে তুমি খ‍্যাত বিশ্বভুবন মাঝে

জাতির পিতা তোমারেই বলি, এই নামেতেই সাজে।


জীবনের ব‍্যথা, লড়াইয়ের কথা আজ ইতিহাস কথা

স্বাধীন বাংলার সাথে জুড়ে আছে তোমার জীবনগাথা

শত শত বীর শহীদ হলো তোমার বীর আহ্বানে

মহান দেশের মহান নেতা, তাই তো সবাই জানে।


পাকিস্তানের অত‍্যাচারের যোগ্য জবাব দিলে

সকল ঝঞ্ঝা, সকল বাধা মাথায় তুলে নিলে

তোমার স্বপ্ন পূরণ হয়েছে, সফল বলিদান

আমার বাংলা বিশ্ব মাঝে পেয়েছে নিজ স্থান।


কতো মায়ের কোল খালি হয়ে গেছে, কতো যে শিশু অনাথ

দেশমাতৃকার মান রেখেছো এক করে দিনরাত

আবালবৃদ্ধবনিতা হয়েছে মুক্তির সংগ্ৰামী

 বীরের মতো আগুয়ান হয়ে থেকেছো অগ্ৰগামী।


জয় বাংলা,জয় মুজিবর, আজো ওঠে শ্লোগান

বাংলা আমার প্রাণের অধিক, একই ঐক‍্যতান

বীর-শহীদদের জয় হোক  আর জয় হোক বাংলার

তোমার নামটি অক্ষয় হোক মুখে মুখে সবাকার।


তোমার মতন বিরল নেতা জন্মাক ঘরে ঘরে

অবহেলা করে জীবনকে, দেখালে দেশই সবার উপরে

বাংলাদেশের ঘরে ঘরে আজও তোমারই পূজা হয়

তোমার মন্ত্রে দীক্ষা নিয়ে তোমারই শপথ নেয়।


Copyright@nitakabi

14/12/2020