#সৃষ্টি সাহিত্য যাপন#শিরোনাম_আমার তুমি#কলমে_পলি ঘোষ ✍️#তাং_১৫.১২.২০২০
আমাকে কাছে নিয়ে থাকো,নবরূপে,বহুরূপে,বন্ধুরূপে,একেবারে বেডরুমে গোপনে,অন্তরালে..!আগলে রাখতে,শৈশব,কৈশোর,যৌবন,সুখ,দুঃখ,মধুর স্মৃতিলুপ্ত যারা কালের স্রোতে ,চোখের জ…
#সৃষ্টি সাহিত্য যাপন
#শিরোনাম_আমার তুমি
#কলমে_পলি ঘোষ ✍️
#তাং_১৫.১২.২০২০
আমাকে কাছে নিয়ে থাকো,
নবরূপে,বহুরূপে,বন্ধুরূপে,
একেবারে বেডরুমে গোপনে,অন্তরালে..!
আগলে রাখতে,
শৈশব,কৈশোর,যৌবন,
সুখ,দুঃখ,মধুর স্মৃতি
লুপ্ত যারা কালের স্রোতে ,চোখের জলে
বলোনি কখনও "যা গেছে তা,যাক"...!
ভাববার সময় নেই আমার,
তোমার সময় আছে ,মনে করাবার।
আগলে রেখে তুমি
ফিরিয়ে দিয়েছ সবই।
আকাশের দিকে তাকিয়ে
অপেক্ষা করো..... পুড়ে পুড়ে!
কখন ডুববে সূর্য ,কখন পাবে আমাকে
,একাকি...একান্তে...জড়িয়ে..!
বালিশে রাখা মাথার উপর তোমার হাতের
শীতল স্পর্শে!
হাত বুলিয়ে গল্প বলে....
ঝুলি থেকে বার করো,
ডুকরে কেঁদে আত্মগোপন করা স্মৃতি!
ঘুম পাড়াতে পাড়াতে বলো
"সব ঢেলে দে আমার বুকে
রাতের নিরালায়...
দু চারটে জোনাকি চাষ করি""...।
হালকা করে নি নিজেকে,
মায়া...তোমার ছায়া..!
তোমাকে দেখেই ঘুমাই।
তুমিই আশ্রয়
তুমি আমার ,আমার তুমি,
তুমিই টেনে এনেছে আমিত্বকে!!
"স্বপ্ন আমার".....!!! পোয়াতি হয়ে যন্ত্রণা বেড়েছে!
পরিশ্রম করে সাফল্য প্রসব করতে চাইছে...
আমিত্ব কে বাঁচাবার!!!
দিনের আলোর রাজপথের জৌলুস বেশি
সব রাজপথ কি ঘরে পৌঁছায়!
মামুলি রাতের গলিস্বপ্ন
পৌঁছে দিয়ে যায় দুয়ারে!!
"আমার তুমি"।