Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন 
#শিরোনাম : ভালোবাসা_আজও_আছে#কলমে      : অমিতাভ#তারিখ      : 15/12/2020****************************কোনো এক দুর্জন বলে বেড়ায়পৃথিবীর হৃদয় নাকি গেছে মরে?বাতাস নাকি গেছে থেমে?আবেগহীনতায়, অপ্রেমে হৃদয়নাকি বরফের মৃত…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 


#শিরোনাম : ভালোবাসা_আজও_আছে

#কলমে      : অমিতাভ

#তারিখ      : 15/12/2020

****************************

কোনো এক দুর্জন বলে বেড়ায়

পৃথিবীর হৃদয় নাকি গেছে মরে?

বাতাস নাকি গেছে থেমে?

আবেগহীনতায়, অপ্রেমে হৃদয়

নাকি বরফের মৃত্যু শীতলতা?

আমার কিন্তু বলতে ইচ্ছে করে

না !           না            না!    

মরুদ্যান তো বালিতে ঢাকা পড়েনি!

সমুদ্র তো এখন প্রতিনয়ত তার জলে

ভিজিয়ে যায় পৃথিবীর বালুচরকে 

পৃথিবীর রস বুকে নিয়ে সূর্যের রক্তিম

আলোতে রেশমি রুমালে এখনও 

অনেক মোহন মন বকুল ফুলেতে

গাঁথে মালা তার ভালোবাসার জন্য!

ভালোবাসার অভ্র ছড়িয়ে দেয়

আনন্দের ঘরে,

সুরভিত মাধবী কুঞ্জে ডাক দেয়

 তার ভালোবাসাকে l

তুমি কি চুপ করেই থাকবে,

সাড়া দেবে না?

তুমি কি ওই রক্তিম সূর্যের

পানে চাইবে না??