সৃষ্টি সাহিত্য যাপন #কবিতা- এলো পৌষ#কলমে - ডাঃসুভাষ চন্দ্র সরকার। #তারিখ-১৫/১২/২০
"এলো পৌষ"-------------------
কেউ বলে কারো পৌষ মাসকারো বা সর্বনাশআমি বলি সবার শুভ মাস।
পৌষ হ'ল নতুন স্বাদের সকালখেজুর রসের স্বাদ নেওয়া,প…
সৃষ্টি সাহিত্য যাপন
#কবিতা- এলো পৌষ
#কলমে - ডাঃসুভাষ চন্দ্র সরকার।
#তারিখ-১৫/১২/২০
"এলো পৌষ"
-------------------
কেউ বলে কারো পৌষ মাস
কারো বা সর্বনাশ
আমি বলি সবার শুভ মাস।
পৌষ হ'ল নতুন স্বাদের সকাল
খেজুর রসের স্বাদ নেওয়া,
পৌষ মানে তুর- তুর করে কাঁপা
উত্তরের ঠান্ডা হাওয়া।
পৌষ হ'ল নতুন ধানের
নবান্ন - পিঠে- পুলির মাস,
পৌষ মানে শান্তি নিকেতনের
সবার প্রিয় পৌষমেলার মাস।
পৌষ মানে শালি ধানের খইয়ের
নলেন গুড়ের মোয়া,
পৌষ মানে চড়ুই ভাতির আনন্দে
দূরে কেথাও যাওয়া।
পৌষ মাস নানান ফুলের মেলা,
পৌষ মাস বড়দিনের মাস
সান্তা ক্লোজ শিশু দের নিয়ে করে খেলা।