Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকলমে — দেবাশিস্ বসুতারিখ —১৫/১২/২০২০
প্রত্যয় :—ডেকেছিলো আমাকে পৃথিবী দু'হাত প্রসারিত করে,প্রান্তিক পরিক্রমায় ,শহরের নিয়ন্ত্রিত নিষেধের পথ আর নগরের উৎসব ফেলেছি ছুঁড়ে,অন্তর্লীন মনের ইশারায় ৷নিঃশব্দে হেঁটেছি অন…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কলমে — দেবাশিস্ বসু

তারিখ —১৫/১২/২০২০


প্রত্যয় :—

ডেকেছিলো আমাকে পৃথিবী দু'হাত প্রসারিত করে,প্রান্তিক পরিক্রমায় ,

শহরের নিয়ন্ত্রিত নিষেধের পথ আর নগরের উৎসব ফেলেছি ছুঁড়ে,

অন্তর্লীন মনের ইশারায় ৷

নিঃশব্দে হেঁটেছি অনেকটা বৃক্ষময় অচেনা পথ জুড়ে ৷

অজান্তে সূর্যের বয়স বেড়েছে,

ঢলে পড়া রোদের দুপুরে ৷

নিস্তব্ধ শান্তির অচেনা গন্তব্য,আছে কত দূরে ??

যন্ত্রনাময় অপেক্ষারও বয়স বেড়েছে,

আবাসিক অধৈর্য্যের অন্তঃপুরে ৷

পৌঁছতে চাই সেখানে,বৃত্তাবদ্ধ জীবনের প্রহেলিকা ছেড়ে !!

ক্লান্ত আমি....

নিদ্রাহীনতার কোলে মাথা রেখে,

ঘুমোতে চাই,

একটা কুয়াশাচ্ছন্ন রাত জুড়ে ৷

সেদিন..... আমার চোখে ছিলো পূর্বাভাসহীন মেঘেদের ভীড় ৷

অপেক্ষার বজ্রাঘাতে ভেঙেছিলো অজস্র মুহূর্তের নীড় ৷

উদ্ধত মেঘেদের ভীড়ে সেদিন...আকাশ যখন ঢেকেছিলো আমার চোখ,

উদ্ধত মেঘেদের ভীড়ে,

বৃষ্টিস্নাত দমকা বাতাসে বন্ধ হয়েছিলো জানালা,

ছিলো না কোনও আগাম খবর,

লোকালয়ের কারাগারের নীড়ে,

ব্যবধান হয়েছিলো আপন,

অদৃশ্য বন্ধন ছিড়ে

নিঃশব্দে বেড়েছিলো দূরত্বের পরিধি ৷

বিজ্ঞাপনের চাদরে মোড়া পৃথিবীতে ছিলো, ন্যায্যমুল্যের শোষনের বিধি ৷

ছিলো পরিকল্পিত প্রত্যাখান,

সে পৃথিবী আমার নয়,

বেছে নিয়েছি তাই

বিচ্ছেদ আর প্রস্থান ৷

আমার চেতনা ধুসর মুখে,ফোটেনি ভাঙনের ইতিবৃত্ত ৷

ভরেছে বুক গ্লানির দহনে,

অস্থির আবহে চিত্ত ৷ 

নিঃসঙ্গতার ভীড়ে ছিল শুধু সামান্য কিছু সঞ্চয় !

তেমন কিছুই নয়,

ছিলো শুধু একমুঠো দৃঢ় প্রত্যয় ৷

আর তাই বুকভরা দীর্ঘশ্বাসের প্রতিঘাতে,

উদ্ধত মেঘেরা হয়েছে অদৃশ্য !

কখন যেন.. রোদ্দুর এক চিলতে,  

খুলেছে জানালা,কাছে এসেছিল বিশ্ব ৷

সে রোদ্দুর ভরে আছে এক বুক মুক্ত বাতাসে !

শোষনেরা আজ তাই অনাহারক্লিষ্ট,হতাশার দীর্ঘশ্বাসে ৷

ব্যবধান ঘুঁচে কারাগার আজ তাই ভগ্নস্তুপ !

সে স্তুপে আজ শুধুই প্রাণের প্রতিরূপ ৷

সে প্রাণে ভাসছে শুধু উচ্ছাসের মূর্চ্ছনা !

সে প্রাণে ভরে আছে প্রত্যয়ের 

জোছনা ৷

সে প্রত্যয়ে পেয়েছে প্রান নতুন জীবন ৷৷

আবদ্ধ করেছে আমাকে,পৃথিবীর প্রসারিত হাতের বন্ধন ৷ 

মনে ছিলো শুধু একমুঠো সঞ্চয় ৷

আমার একমুঠো দৃঢ়তার প্রত্যয় ৷৷


দেবাশিস্ বসু