#সৃষ্টি সাহিত্য যাপন ৷কবিতা/১৬-১২-২০২০|শিরোনাম ঃ ছুটি দাও ৷
প্রতিশব্দ খুঁজি যন্ত্রণার ৷ পথহারা কথাএলোমেলো শ্বাস,ফুলোফুলে লাল !ভগ্ন হৃদয় চঞ্চল মন আসে যায়কারা যেন ঠোকা দেয়খোলা জানালায় —,কিছুতো লুকিয়ে রাখিনি বেদনা আমারবাক্যহারা নওত…
#সৃষ্টি সাহিত্য যাপন ৷
কবিতা/১৬-১২-২০২০|
শিরোনাম ঃ ছুটি দাও ৷
প্রতিশব্দ খুঁজি যন্ত্রণার ৷ পথহারা কথা
এলোমেলো শ্বাস,
ফুলোফুলে লাল !
ভগ্ন হৃদয় চঞ্চল মন আসে যায়
কারা যেন ঠোকা দেয়
খোলা জানালায় —,
কিছুতো লুকিয়ে রাখিনি বেদনা আমার
বাক্যহারা নওতো তুমি কিছু কথা বলো
আমার হয়েছে দীর্ঘ সর্বনাশ !
সব জানো, তবু আঘাতের পরে আঘাত
হানো , দর্পিত ইশারায় চোখ তোল
একবার ৷
তাতেই তৃপ্ত হবো ভূলবো আঘাত মানবো কথা
ছুটি দাও প্রিয়তমা আমার !
ছুটি দাও ...
©গোপেশ রায় ৷ মেদিনীপুর ৷ প.ব৷ ভারতবর্ষ৷ ১৭-১২-২০২০