Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আজ দল ছাড়লেন শুভেন্দু অধিকারী

তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।গতকাল বিধায়ক পদ থেকে পদত্যাগের চিঠি দিয়ে ছিলেন।আজ তিনি তৃনমূল দল থেকে সমস্ত সম্পর্ক ত্যাগ করে দল ছাড়লেন।1999 সাল থেকে তিনি ছিলেন তৃনমূল দলে।তৃনমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের ছায়া সঙ্গী হিসাবে কাজ করে …


তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।

 গতকাল বিধায়ক পদ থেকে পদত্যাগের চিঠি দিয়ে ছিলেন।আজ তিনি তৃনমূল দল থেকে সমস্ত সম্পর্ক ত্যাগ করে দল ছাড়লেন।

1999 সাল থেকে তিনি ছিলেন তৃনমূল দলে।তৃনমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের ছায়া সঙ্গী হিসাবে কাজ করে গেছেন।নন্দীগ্রাম আন্দোলনে ছিলেন প্রথম সারিতে ।সংগঠক হিসেবে মমতা বন্দোপাধ্যায়ের দলে তিনি ছিলেন দ্বিতীয় জন।কিন্তু আজ সেই সব ইতিহাস হয়ে গেল।মমতা বন্দোপাধ্যায় কে চিঠি লিখে জানিয়ে দিলেন তাঁর দল ছাড়ার বার্তা ।
প্রায় ছমাস ধরেই তিনি তৃনমূল দলের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছিলেন।তৃনমূল দলে অনেকেই বলেছেন কেন তিনি দল ছাড়ছেন না।পদ ছাড়ছেন না।কিন্তু তিনি যে শুভেন্দু অধিকারী ।
একে একে সময় নিতে নিতে একটি একটি করে পদ ছেড়ে ছেন।সবার শেষে ছাড়লেন দল।এখন আর তিনি তৃনমূল দলের কেউ নয়।
মেপে মেপে সময় নিয়ে তিনি তার সমস্ত কাজ শেষ করলেন।
অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দল হয়তো তাকে বহিষ্কার করবেন।কিন্তু না, তিনি দল বিরোধী একটি কথাও বলেন নি।কদিন আগেও দল তাকে ফিরিয়ে নিতে চেষ্টা করেন।কিন্তু আজ সব শেষ।নাটকের যবনিকা পাত।
শনিবার অমিত শাহ বঙ্গে আসছেন।সূত্রের খবর এদিন তিনি নাকি বিজেপি দলে যোগ দেবেন।আর তাঁর সঙ্গে আরও পঞ্চাশ জন নেতা ও নেত্রী ।সংখ্যা টি আরো বাড়তে পারে।
t="8530623371" data-ad-format="auto" data-full-width-responsive="true">
মন্ত্রীত্ব তো আগেই ছেড়েছেন।গতকাল বিধায়ক পদ।আর আজ দল।
নাটক এখন ক্লাইম্যাক্স এ পৌঁছে গেছে।

তরুন চট্টোপাধ্যায় ।