Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#সৃষ্টি_যাপন।তাং ১৫-১২-২০২০
(জাতির জনককে নিবেদিত)
#ইতিহাস কাউকেই ক্ষমা করে না#সিরাজুল ইসলাম।
অমরত্বের সিঁড়ি ভেঙে ভেঙে ধীরোদাত্ত্ব ভ্রু-ভঙিমায়অবিস্মরণীয় দ্যুতিময়তায় ভরানো প্রশ্বস্তির বৈভবে জড়ানো মুখসস্নেহ শাসন আর শত্রুবূহ্য লক্ষ্য কর…

 




#সৃষ্টি_যাপন।

তাং ১৫-১২-২০২০


(জাতির জনককে নিবেদিত)


#ইতিহাস কাউকেই ক্ষমা করে না

#সিরাজুল ইসলাম।


অমরত্বের সিঁড়ি ভেঙে ভেঙে ধীরোদাত্ত্ব ভ্রু-ভঙিমায়

অবিস্মরণীয় দ্যুতিময়তায় ভরানো প্রশ্বস্তির বৈভবে জড়ানো মুখ

সস্নেহ শাসন আর শত্রুবূহ্য লক্ষ্য করে ব্যাঘ্রদীপ্র হুংকারে

উদ্যত লৌহ শলাকার মতন টানটান উদ্দীপ্ত উত্তেজিত অনুক্ষণ।

চার আঙ্গুলের শক্তপোক্ত বজ্রমুঠি আর বীরোদীপ্ত ঋজু তর্জনী-

যেন বাউলের একতারায় বড্ড আবেশে টোকা দিয়ে

পরতে পরতে সুরের মূর্চ্ছনা ছড়িয়ে এইমাত্র উঠে দাঁড়ালো।

মোহনীয় সেই সুরের মীড়ে মীড়ে ইন্দ্রজালে কেঁপে কেঁপে উঠলো

সাড়ে সাত কোটি আবালবৃদ্ধাবনিতা বাঙালীর হৃদস্পন্দন!

তীব্র আবেগের রেসকোর্সের সেই ঢল, মূহুর্তে ছড়িয়ে গেলো

গোটা বঙ্গীয় ব-দ্বীপের সুস্থ চেতনার সঘন-ঘন অন্তরীক্ষে।

ভাতৃত্ববোধ সম্প্রীতি আর সৌহার্দ্যেরর সেতুবন্ধনে

আপন উত্তরীয় উড়িয়ে দিলে, যেন শান্তির শ্বেত-কপোত।

তখন, অমলিন বিভায় ফসলের মাঠে বিচ্ছরিত হচ্ছে ঈশ্বরকণা।

স্ব-মহিমায় আবির্ভূত আপন ঔদার্য্যে উজ্জীবিত-

অমরাত্মার এক অগ্নিপুরুষ,

'বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।'


তারপর বয়ে গেছে বহুজল পদ্মা মেঘনা আর ধলেশ্বরীর বুকে-

পলি-বিধৌত এই বাংলার মাটিতে অস্পৃশ্য ঘৃন্য ঘাতকেরা 

তৈরি করে গেছে কত না পাপের ইতিহাস, রক্তাক্ত অধ্যায়।

জ্যা-মুক্ত ধনুকের ফলার মত চকচকে বেয়নেট, সতৃষ্ণ লালসায়

শুষে নিয়েছে অসহায় শিশুর বুকের নিঃস্পাপ তাজারক্ত, আর

নিথর দেহে লুটিয়ে পড়া আতঙ্কিত বিস্ফারিত দু'চোখে জননী।

বোনের যে চোখের তারায় সদা চঞ্চল স্বপ্নগুলো ঠাঁস-বুনোটে

ঘাস-ফড়িংয়ের তন্ময়তায় প্রাণোচ্ছ্বল প্রণোদনায় ভরে ছিলো

সহসা সবকিছু ঝাঁঝরা করে দিলো পাপীষ্ট ঘাতকের সঙীন-হাতিয়ার।


সত্যনিষ্ঠ সময়ের ধারাপাত, অনন্তরাত্রি আর শাশ্বত সূর্যোদয়-

স্বমহিমায় স্ববেগে বয়ে চলা বলেশ্বরী, রূপসা,আঠারো-বেঁকী,

ধলেশ্বরীর কোমল জমিনে গড়ে ওঠা নতুন ইতিহাস, সভ্যতা সংস্কৃতি।

মায়ের বুকে মাথা রেখে বড্ড নিঃসংশয়ে শুয়ে আছে এক অতিমানব-

সদর্পে আজও উচ্চারিত হচ্ছে তাঁর দু'ঠোঁটের অস্ফুট পংক্তিমালা।


উদ্ভট গাধার পিঠে চড়লেই গন্তব্যটা থেকে যায় যোজন দূরে,

জেনে রেখো,ইতিহাস কাউকেই ক্ষমা করেনা কোনদিন।


©সিরাজুল ইসলাম।