Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন।বিভাগ - গদ্য কবিতা।শিরোনাম - কৌশল ।কবি - অরিজিতা ঘোষ।তারিখ - ১৫.১২.২০২০.
আবার এলো সেই প্রশ্ন।যে প্রশ্নকে ঢেকেছি হাসির অছিলায়।কিন্তু সত্যিই কি ঢেকেছি নাকি এড়িয়েছি জীবনের কিছু করুন কাহিনী।সবই আজ বন্ধ পাতালের অন্…

 


সৃষ্টি সাহিত্য যাপন।

বিভাগ - গদ্য কবিতা।

শিরোনাম - কৌশল ।

কবি - অরিজিতা ঘোষ।

তারিখ - ১৫.১২.২০২০.


আবার এলো সেই প্রশ্ন।

যে প্রশ্নকে ঢেকেছি হাসির অছিলায়।

কিন্তু সত্যিই কি ঢেকেছি নাকি এড়িয়েছি জীবনের কিছু করুন কাহিনী।

সবই আজ বন্ধ পাতালের অন্ধকার গহ্বরে।

আছে শুধু অসহ্য যন্ত্রণার স্মৃতিচারণ।।

একটি বছরের যাত্রায় শুধুই ছিল অন্ধকার গলি,ছিল নিংড়ে নেবার নানান কৌশল।

ছিলনা শুধু সন্মান,ছিলনা ভালোবাসা,ছিল শুধু ভোগ করার লালসা।

তাই ছিড়লাম সব বাঁধন,ভাঙলাম সমাজের দেওয়াল,নিজেকে দিলাম আলোর কিরণ।।

ছোট্ট ছোট্ট হাতে সেই আলোর কিরণ আজও দেয় আমায় বাঁচার স্পৃহা।

মন চায় আরো কিছুদিন লড়াই করি ঐ ছোট্ট দুটি হাতকে শক্ত করার চেষ্টায়।।

কিন্তু আমি যে মানুষ,মনের দরজায় যতই গড়ি খিলের পাহাড়, সেই পাহাড়ও যায় ভেঙ্গে।

পাহাড় ভেঙ্গে সেই মন চায় কাউকে আপন করে ভাবতে।

মন চায় সুখ - দুঃখে,হাসি - কান্নায় জীবনের বাকি পথ টুকু চলতে।।

কিন্তু আবারো আসে সেই ঠকবাজির খেল,সহজ - সরল মন আবারো হয় ক্ষতবিক্ষত।

অন্ধকার গলি,অন্ধকার ঘরে কান পাতলে শোনা যেত নিঃশব্দ আর্তনাদের করুন স্বর।।

তাই তো আজ সবই রঙীন চাদরে মোড়া,আছে শুধু মুখোশ পড়া মুখের চিত্র।

যে চরিত্রের আছে একটি নাম,আছে চরিত্রের নানান রূপ।।

শুধু নেই সেই অজানা,অচেনা মানুষটিকে চেনার কোনো পথ।

আছে শুধু হাসির আড়ালে সব প্রশ্ন কে এড়িয়ে যাবার হাজারো কৌশল।।

--------------*-------------