#সৃষ্টি_সাহিত্য_যাপন#গল্প_মনের_মিল#কলমে_অর্পিতা_ভট্টাচার্য্য
আরে মিলি তুই এখানে?
আমার মেয়ে তো এই স্কুলে পড়ে, তা তুই এখানে?
আমি তো এই স্কুলে চাকরি করি। তোর মেয়ে কিসে পড়ে কী নাম?
পৌলমী রায় ক্লাস ফাইভে পড়ে সেকশন 'A'।
পৌলমী তোর ম…
#সৃষ্টি_সাহিত্য_যাপন
#গল্প_মনের_মিল
#কলমে_অর্পিতা_ভট্টাচার্য্য
আরে মিলি তুই এখানে?
আমার মেয়ে তো এই স্কুলে পড়ে, তা তুই এখানে?
আমি তো এই স্কুলে চাকরি করি। তোর মেয়ে কিসে পড়ে কী নাম?
পৌলমী রায় ক্লাস ফাইভে পড়ে সেকশন 'A'।
পৌলমী তোর মেয়ে? আমি তো ওদের ইংলিশ ক্লাস নিই। ও খুব ভালো স্টুডেন্ট আর হবেই না কেনো তুইও তো কতো ভালো পড়াশোনায় ছিলিস। তুই এখন কী করছিস?
আমি তো একটা কোম্পানিতে চাকরি করতাম আমার মেয়ে হওয়ার আগে ছেড়ে দিয়েছিলাম তারপর ভেবেছিলাম আর চাকরি করবো না গুছিয়ে সংসার করবো আর মেয়েকে মানুষ করবো কিন্তু টুবলু কিছুতেই শুনলো না মেয়ে একটু বড়ো হবার পর টুবলু আমাকে একটা বুটিক খুলে দিল লন নিয়ে। তুই তো জানিস আমার একটা বুটিক খোলার কতো সখ ছিল কিন্তু টাকার অভাবে বুটিক খোলা হয়নি। আমাদের নীচটা তো খালিই পরে থাকতো আর বাড়িটাও রাস্তার উপরে তাই বুটিকের প্রচার হতেও বেশি সময় লাগেনি আর মেয়েরও খেয়াল রাখতে পারি। জানিস তো এই সবই টুবলুর জন্য ও যেভাবে আমাকে সহযোগিতা করেছে আর এখনোও করে যাচ্ছে ওর সহযোগিতা ছাড়া আমি এক পাও এগোতে পারতাম না। এই সোহিনী তোর দেরী হচ্ছে না তো?
নারে আমার এই ক্লাসটা অফ আছে আসলে ক্লাস এইটের পরশু থেকে তো ইউনিট টেস্ট পরীক্ষা তাই এখন ওরা কেউ আসছে না। তোর বুটিকের দেরী হচ্ছে না তো?
না না একটা মেয়েকে রেখেছি রে ও আছে বুটিকের ওখানে। তোর খবর বল সোহিনী অদ্রিজ দা কেমন আছে রে?
আমার আর কী খবর এই স্কুল নিয়ে ভালোই আছি আর অদ্রিজ ও ভালো আছে ওর মতো করে। তোর মতো তো আর কপাল না আমার তাই আমাদের আর এক সাথে থাকা হলো না ডিভোর্স হয়ে গেছে আমাদের।
কী বলছিস ডিভোর্স কেনো? তোরা তো খুব সুখী ছিলিস দুজনে আর অদ্রিজ দা তো তোর খুব কেয়ার করতো।
ওই কেয়ারটাই তো সর্বনাশ। অত্যধিক কোন জিনিসই ভালো না মিলি।
তুই তো এটা খুব পছন্দ করতিস?
তখন ছোট ছিলাম আবেগে ভাসতাম। আমি ছেলেমানুষি করতাম সেগুলো ও প্রশ্রয় দিতো ওর শাসন এইগুলো খুব ভালো লাগতো আমার কিন্তু একসাথে থাকতে গিয়ে বুঝেছি আমাদের দুজনের মেন্টালিটি আকাশ আর পাতাল কোনো মিলই নেই আমাদের। এটা করোনা ওটা করোনা এই ড্রেস পড়বে না ছেলেদের সাথে কথা বলা যাবে না। তোরা সব বন্ধুরা বলেছিলিস এতো বয়সে ডিফারেন্স ভালো না কিন্তু আমি শুনিনি। আসলে কী জানিস বিয়ের জন্য আমাদের সমাজে ছেলেরা মেয়েদের থেকে বড়ো হবে এটাই মেনে আসা হয়েছে। যতোই ছেলেরা অনেক বড়ো হোক মেয়েদের থেকে বাড়ি থেকে খুব একটা আপত্তি আসেনা আমার বাড়ি থেকেও অদ্রিজকে বিয়ে করার জন্য কোন আপত্তি আসেনি। আর তোর থেকে টুবলু ছোট ছিল বলে তোর বাড়ি থেকে টুবলুর বাড়ি থেকে কতো আপত্তি ছিল কিন্তু তোরা সবাইকে অনেক কষ্টে বুঝিয়ে দুজনে বিয়ে করলি দেখ আজ তোরা কতো সুখী। আমি সবাইকে বলবো বয়সে ছোট বিয়ে করা তাও ভালো কিন্তু বয়সে বড়ো বিয়ে করা কখনো উচিত না তাও আবার আমার মতো এতো বয়সে বড়ো তো কখনোই করা উচিত না।
দেখ সোহিনী বয়সে বড়ো ছোট কোন ব্যাপার না আসলে হচ্ছে মনের মিল দুজন দুজনের যদি যদি মনের মিল এক থাকে আর ভালো বন্ধু হতে পারে তাহলে সব সম্পর্ক সুখী হয়। আজ আমি আমার থেকে বয়সে ছোটকে বিয়ে করেছি বলে আমি সুখী হয়েছি তা নয় এইরকম অনেক মেয়ে আছে বয়সে ছোট কোন ছেলেকে বিয়ে করে সুখী হয়নি আবার অনেক মেয়ে আছে তোর মতো বয়সে বড়ো কোন ছেলেকে বিয়ে করেছে আর সুখীও হয়েছে। মনের মিল থাকলে সব সম্পর্ক সুখীই হয়।
হুম ঠিকই বলেছিস আসলে আমাদের মধ্যে মনের মিলই ছিল না। বাদ দে এইসব কথা তোর সাথে এতোদিন পর দেখা হয়ে খুব ভালো লাগলো তোর নাম্বার টা দে তো।
মিলি আর সোহিনী দুজন দুজনের নাম্বার দিয়ে বিদায় নিলো।
#সমাপ্ত