সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম:#খালকেটে_কুমির#সত্যদর্শীর_কলমেতাং-১৫/১২/২০.
মনে পড়ে ইতিহাস,চক্রান্তের পরিহাস।ঘরশত্রু বিভীষণ,লঙ্কার ঘটায় পতন।মীরজাফরের জন্য দেশ হয় পরাধীন,তাদের-ই ষড়যন্ত্রে বিদেশি আগমন।
যুগে যুগে কালে কালেবিশ্বাসঘাতক ঘ…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম:#খালকেটে_কুমির
#সত্যদর্শীর_কলমে
তাং-১৫/১২/২০.
মনে পড়ে ইতিহাস,
চক্রান্তের পরিহাস।
ঘরশত্রু বিভীষণ,
লঙ্কার ঘটায় পতন।
মীরজাফরের জন্য
দেশ হয় পরাধীন,
তাদের-ই ষড়যন্ত্রে
বিদেশি আগমন।
যুগে যুগে কালে কালে
বিশ্বাসঘাতক ঘটায় পতন।
অর্থ আর স্বার্থের লোভে
খাল কেটে কুমির এরা
করে আনায়ন।
সেই অশনি সংকেত দেখি
সারা রাজ্য জুড়ে,
প্রভাতেই বাজে বাঁ শি
বিষাদের সুরে।
্