সৃষ্টি সাহিত্য যাপন,কবিতা,শিরোনামে -রাতের আলপনা,কলমে -প্রদীপ মন্ডল,তারিখ -15/12/2020.
ক্লান্ত রাত ঐ ঢলে পড়ে আকাশে,কুয়াশার আড়ালে তারা ঝিমিয়ে পড়া,ঘোমটায় মুখ ঢাকা একাদশীর চাঁদ,আলতো হেলে ঘাড় মুখভার করা!
বাতাসে ভেসে ওরা মিটিমিটি জ্বলে,স…
সৃষ্টি সাহিত্য যাপন,
কবিতা,
শিরোনামে -রাতের আলপনা,
কলমে -প্রদীপ মন্ডল,
তারিখ -15/12/2020.
ক্লান্ত রাত ঐ ঢলে পড়ে আকাশে,
কুয়াশার আড়ালে তারা ঝিমিয়ে পড়া,
ঘোমটায় মুখ ঢাকা একাদশীর চাঁদ,
আলতো হেলে ঘাড় মুখভার করা!
বাতাসে ভেসে ওরা মিটিমিটি জ্বলে,
সংগোপনে মনের কথা গুনগুনিয়ে বলে,
ভালোবাসা হয়নিতো কখনো তার পাওয়া,
রাত কেন জেগে তবে,ভাবে জোনাকিরা!
সকালে চলে যাবে ভাঙলে ঘুমের ঘোর,
পুব আকাশে ফ্যাকাশে হলে জাগে যে ভোর,
রাতের কথা ভুলে যায় সব তারারা,
উষা তখন হাসে এসে মেলে বাহুডোর,
দিনটাও ঢলে যায় করেনা কেউ মানা,
আঁকে যে প্রজাপতিরা রাতের আলপনা!
রাত যতই আসুক আবার ক্লান্ত তখন,
উদাসী আনমনা উচাটন মন,
জোছনাও ঢলে যায় আঁধারের কোলে,
হাজার ডাকলেও আর ফিরে আসেনা!