#সৃষ্টি সাহিত্য যাপন#বিভাগ_কবিতা#শুধু_তোমাকেই#মৌসুমী চ্যাটার্জী*****************************
তখন আমি অষ্টাদশী..মনে পড়ে আমাদের সেই "প্রথম দেখা"?তোমায় দেখেই বুকের মাঝেবেজেছিল সেতারের রিনিঝিনি,আমি ছিলাম আমারি মত..জীবনে …
#সৃষ্টি সাহিত্য যাপন
#বিভাগ_কবিতা
#শুধু_তোমাকেই
#মৌসুমী চ্যাটার্জী
*****************************
তখন আমি অষ্টাদশী..
মনে পড়ে আমাদের সেই "প্রথম দেখা"?
তোমায় দেখেই বুকের মাঝে
বেজেছিল সেতারের রিনিঝিনি,
আমি ছিলাম আমারি মত..
জীবনে প্রথম এক বসন্তে রঙিন হলাম আমি।
বন্ধু তুমি এগিয়ে এলে..
বাড়িয়ে দিলে হাত
কথা দিলে এই হাত ছাড়বেনা কোনদিনও।
আমি তো চাইনি কিছুই,
উজাড় করে দিয়েছিলে তুমি
তোমার ভালোবাসায়,-----
আজ সেদিনের সব কথা
সব স্মৃতি মনে ফিরে ফিরে আসে।
আজ খুব ইচ্ছে করে জানতে
একদিন কেন কাছে এসেছিলে!
কেন ! কেন এনেছিলে
মাতাল বসন্ত , আমার জীবনে?
আমি তো একাকিনী বেশ ছিলাম
কি আমার অপরাধ ছিল!
কেন ঠেলে দিলে দূরে?
রুপহীন সাধারণ মেয়ে আমি
ধন অর্থ কৌলিন্য, নেই কিছুই ---
তাই বুঝি একলা ফেলে
সব ভুলে, চিরতরে চলে গিয়েছিলে ?
ভালোবাসার তবে নেই কোনই মূল্য !
সেদিন তোমায় দেখলাম
দূর থেকে
সুন্দরী বিদূষী বৌয়ের সাথে
হাসিমুখ,
হেঁটে চলেছিলে আপন পথে।
আজ তুমি কত সুখী !
একদিন যে সুখের স্বপ্ন
ভেসেছিল আমার দুই চোখে--
কিন্তু আমি যে
সে সুখটাকে ধরতে পারলাম না!
জানো , বুকের মাঝে
আজ ও তুমি রয়েছ--
একেক সময়ে মনে হয়
চিৎকার করে উঠি,
"আমিও তো চেয়েছিলাম
তোমার হাতে হাত রেখে
সারাজীবন একসাথে পথ হাঁটতে---
স্বপ্ন দেখিয়েছিলে তুমি,
তবে কেন হাত দিলে ছেড়ে?
কি আমার অপরাধ ছিল!
কেন দূরে গেলে! সরে গেলে! ভুলে গেলে!"
আমার ঘর বাঁধা আর হলো না,
পথে পথে খুঁজলাম ঘর, ভবঘুরে হয়ে--
আজ এই পথই আমার ঘর।
এক ভালোবাসোর অলীক আশায়
ফিরিয়েছি কত না প্রেম--
ভালোবাসার ছলনায় হারিয়ে ফেলেছি
ভালোবাসাকেই।
পুরো এক জীবন চলে যাবে জানি
ভালোবাসার আঘাত সইতে,
তবু চিরদিন আমি ভালোবেসে যাবো
তোমাকেই শুধু তোমাকেই।।
^^^^^^^^^^^^^^^^^