Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

একটু ভারতবর্ষ লিখি
একটু ভারতবর্ষ লিখিএঁদো পুকুরের সবুজ জলে একটি বঙ্গোপসাগরনামোপাড়ার শিবমন্দিরটি একটি তিরুপতিখামখেয়ালী ক্লাবের কাছে নেতাজীর মর্মর মূর্তিটিওশ্যামবাজারের ঘোড়সওয়ারী ফাইভ পয়েন্টস্
বাউরীপাড়ার বঙা বাউরীর হাড়গোড়ে  চিত্রার্প…

 


একটু ভারতবর্ষ লিখি


একটু ভারতবর্ষ লিখি

এঁদো পুকুরের সবুজ জলে একটি বঙ্গোপসাগর

নামোপাড়ার শিবমন্দিরটি একটি তিরুপতি

খামখেয়ালী ক্লাবের কাছে নেতাজীর মর্মর মূর্তিটিও

শ্যামবাজারের ঘোড়সওয়ারী ফাইভ পয়েন্টস্


বাউরীপাড়ার বঙা বাউরীর হাড়গোড়ে  চিত্রার্পিত

মৃণাল সেনের আকালের সন্ধানে

ছিয়াত্তরের ফুঁড়ে আসা হাঁ মুখে দ্যাখে শাদা ভাত

জোড়ডাঙার শেফালী হেমব্রম 

পাছাশাড়ির আঁটোসাঁটো থেকে কোমরের বেড়ি দিয়ে রামকিংকরের সাঁউতাল রমণীটি হেঁটে আসে 

পাড়ার মাধুরী শ্বেতহংসী সেজে বলিউডের শ্রীদেবী টসকায়


একটু ভারতবর্ষ লিখি

লালবাজারের  মুসলিম পল্লীর  মসজিদটি

নামাজ জমায়েতে দৃশ্যায়িত এক জুম্মা মসজিদ

বৈষ্ণববাঁধের তির্যকী তালগাছটি

এক ডিগ্রি হেলে পড়া একটি কুতুবমিনার আইডল

পঞ্চায়েত আপিসটি লালকেল্লার স্থাপত্যে ঢেকুর তোলে


একটু ভারতবর্ষ লিখি

সাঁঝবাতিটির জোনাকি বেজে ওঠে পলাশবনে 

চাঁদপুরাণের চন্দ্রকলায় বিজুরি জ্যেৎস্না যখন ফোটায়

এক পশলা ফ্লুরোসেন্টে ভাসতে থাকে ভারতবর্ষের সূৃর্য

আমরা রোদ নিতে নিতে নলেনগুড়ে গ্রামভারতকে দেখি

তখনই ফসকে যায় শহর নামের ইতিকথা


একটু ভারতবর্ষ লিখি

স্বপ্নগুলি কাঁথাছেঁড়া খোলের ভেতর চারিয়ে যায় কখন

আর কোথা থেকে একটি গুমরানো কান্না ভেসে আসে

চোখ ঝাপসা হয়ে যায় লোনাজলের আর্তনাদে


ইচ্ছের সমস্ত লেখাগুলি মুছে যায় 

কাগজ থেকে গলগল করে ফ্যাকাশে রক্ত বেরোতে থাকে............