# সৃষ্টি: সাহিত্য-যাপন#বিভাগ: কবিতা#শিরোনাম: জাটিংগার পাখিগুলো#কলমে: কৌশিক চট্টোপাধ্যায়#তারিখ:১৫/১২/২০২০
জাটিংগার পাখিগুলোকৌশিক চট্টোপাধ্যায়
জাটিংগায় পাখিরা নাকি ফিবছর আত্মহত্যা করে !এখন দেখছি সব পক্ষীকূলপ্রতিনিয়ত আত্মহত্যা ক…
# সৃষ্টি: সাহিত্য-যাপন
#বিভাগ: কবিতা
#শিরোনাম: জাটিংগার পাখিগুলো
#কলমে: কৌশিক চট্টোপাধ্যায়
#তারিখ:১৫/১২/২০২০
জাটিংগার পাখিগুলো
কৌশিক চট্টোপাধ্যায়
জাটিংগায় পাখিরা নাকি
ফিবছর আত্মহত্যা করে !
এখন দেখছি সব পক্ষীকূল
প্রতিনিয়ত আত্মহত্যা করে চলেছে ;
আর যারা বাঁচার চেষ্টা করছে
তাদের মুখ চেপে ধরছে
স্বয়ং নগর কোতোয়াল ।
এতো ভীতু কোটাল দেখিনি আগে
নাগরিক চলাচলে থরথর কাঁপছে
এই কাপড়ে ঢাকছে চাষার মুখ
তো শিকলে বাঁধছে মজুরের হাত
এরপরেও কি বেঁচে আছি
দাবি করা যায় ?
পুরো রাজদরবার চলেছে জাটিঙ্গায় ।
দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে রাজপথে
হচ্ছে তা হোক,
ব্যাসদেব না লিখলেই হলো
এখন সবাই যে ধৃতরাষ্ট্র হয়েছে
আত্মহত্যার আগের ধাপ মজবুত
জাটিংগায় যাবে সবাই ,
একসাথে যদুবংশ চলেছে নলবনে ।
@কৌশিক চট্টোপাধ্যায়