Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

" সৃষ্টি সাহিত্য যাপন"
ধুলাগত প্রেম
সিদ্ধার্থ রায় চৌধুরী
৭ই ডিসেম্বর ২০২০
 এ বড়াে আশ্চর্য লাগে !সারাটা জীবন খুঁজেই চলেছি, , প্রশ্ন করেও দেখেছি, "আছে কি, কি আছে "-উদবৃত্ত নেই কিছু,থাকে না সে কিছুতেই, হিসাবে মেলে …

 


" সৃষ্টি সাহিত্য যাপন"


ধুলাগত প্রেম


সিদ্ধার্থ রায় চৌধুরী


৭ই ডিসেম্বর ২০২০


 এ বড়াে আশ্চর্য লাগে !

সারাটা জীবন খুঁজেই চলেছি, , প্রশ্ন করেও দেখেছি, "আছে কি, কি আছে "-

উদবৃত্ত নেই কিছু,থাকে না সে কিছুতেই, হিসাবে মেলে না যা, কিছুতে মেলে না তা।

ইস্পিত যা কিছু সেও পালায় ঘুর পথে।

তাতেও মেটে না খিদে তাই ছুটে চলি আরাে আরাে দূরে।

এ তেমন মন্দ নয় শুধুই লুকোচুরি খেলা।

 সৃষ্টি ভরে তাই অনুভবে বাঁধন ছেঁড়া পাখনা মেলা।

মন্দ নয় নির্দয় প্রকৃতির সাথে প্রকৃতির কথা বলা ,প্রকৃতির কথা শােনা !

এ আরেক মজার খেলা,সব কিছু চোখের সামনে গােল হয়ে ঘুরে যায় মরীচিকাবৎ।

হোকনা সে মরীচিকা,তাও আমি চাই-

কল্পনা- বিলাস মন অন্তহীন ধুলাগত পথের সে প্রেম থাকুক প্রানে উত্তর পাবার অপেক্ষাতেই।