#সৃষ্টি_সাহিত্য_যাপন#মহেঞ্জোদারোর_পুনরুত্থান--- #সন্মিতা_দেবনাথ
আমি কোনো দার্শনিক নই ।নই কোনো ভবিষ্যতদ্রষ্টা ।পৃথিবী অবাক করা বাগ্মীতা আমার নেই ।আমি একটা সাধারণ মানুষ ।যে রোজ দেখে স্বপ্ন -পারিজাত ঘেরা এক পথ ,ভোরের নরম আলোতে ভেজা ,…
#সৃষ্টি_সাহিত্য_যাপন
#মহেঞ্জোদারোর_পুনরুত্থান
--- #সন্মিতা_দেবনাথ
আমি কোনো দার্শনিক নই ।
নই কোনো ভবিষ্যতদ্রষ্টা ।
পৃথিবী অবাক করা বাগ্মীতা আমার নেই ।
আমি একটা সাধারণ মানুষ ।
যে রোজ দেখে স্বপ্ন -
পারিজাত ঘেরা এক পথ ,
ভোরের নরম আলোতে ভেজা ,
একটি শিশু হেঁটে বেড়ায় নিস্পাপ হাসি মুখে নিয়ে....
কোথা থেকে রক্ত এসে ছেটে সে পথে !
না....না....এ দৃশ্য দেখা যায় না ।
টিউলিপের এক বাগান ,
লাল - গোলাপী - হলুদ স্তরে স্তরে সাজানো ,
উদার - উন্মুক্ত আকাশ , রোদে ঝলমল....
কিন্তু হঠাৎ , কালো কালির ছিটে !
স্বপ্ন চকিতে ভাঙ্গে !
একি মনের ভুল ?
নাকি অবচেতনে বাস করা কোনো পশু ?
যে দেখতে পারে না জীবনের কোমল সৌন্দর্য ?
আমি দেখেছি কত প্রাণ ঝরেছে ছয় শত্রুর হাতে ,
কত হৃদয় পুড়েছে প্রতারণার আগুনে ,
ধীরে ধীরে জলের তলায় তলিয়ে গেছে -
কত নিঃশ্বাস.....বিশ্বাস ,
তিলে তিলে মৃত্যু হয়েছে কত পবিত্র মনের ।
তারাই কি আবছায়া হয়ে তাড়া করে বেড়ায় ,
স্বপ্নের জগতে -
যত লোভী - হিংস্র - শ্বাপদের দল ?
এ মনে আজ আর স্বপ্ন আসে না ।
আসে না কোনো ভোরের নরম - স্নিগ্ধ অনুভূতি ।
অনুভূতির দাস আমি ;
তবু......একে একে মারা পড়ছে সব অনুভূতি ---
মারা যাচ্ছি আমি !
রাবনের চিতা জ্বলে উঠছে ,
একে একে পুড়িয়ে দিচ্ছে বিবেক - মনুষ্যত্ব - সভ্যতা ।
মহেঞ্জোদারো ইতিহাসের পাতায় ফের আসবে উঠে ।
এবার সেই " মৃতের স্তূপ "আবিষ্কার করবে কে ?
ভেবে দেখেছ কি ,
কোনো একদিন তোমার নিশ্চিন্ত নিরাপদ ঘরের
ওমের নীচে বসে ?
ভেবে দেখো , ভাবার সময় এসেছে -
মহেঞ্জোদারো ওই মাথাচাড়া দিয়ে উঠছে......
#Copyright_Protected