কবিতা : জীবন চলছে যেমন চলবেকলমে : শক্তিপদ ঘোষতারিখ : ২৯ , ১১ , ২০২০
পৃথিবীতে যারা ভাবে , আর সব চলে গেলেও , শুধু তারা থেকে যাবে ,অক্ষয় বটের মতো তারা ঝুরির পরে ঝুরি নামিয়ে ,নিচে ডালপালার বিপুল ছায়া বিছিয়ে তা-ই রচনা …
কবিতা : জীবন চলছে যেমন চলবে
কলমে : শক্তিপদ ঘোষ
তারিখ : ২৯ , ১১ , ২০২০
পৃথিবীতে যারা ভাবে ,
আর সব চলে গেলেও , শুধু তারা থেকে যাবে ,
অক্ষয় বটের মতো তারা ঝুরির পরে ঝুরি নামিয়ে ,
নিচে ডালপালার বিপুল ছায়া বিছিয়ে
তা-ই রচনা করে বিকল্প এক সাম্রাজ্যের জাল ।
ভাবে , যারা বেঁচে আছে এতকাল ,
তারা তাদের ছায়ায় এবং তাদের করুণাতেই
আছে বেঁচে ;
বিপদ , সার কথাটা এই--ঝেড়ে ফেললেই
মাথা থেকে ।
তারা ভাবে , একমাত্র তারাই--পৃথিবীর
চিরস্থায়ী মৌরুসী পাট্টা ধরে ,
যার জোরে তারা তোমাকে আমাকে
দিনে রাতে উঠতে বসতে এত ঠাট্টা করে ।
ভাবে , এই পৃথিবী ভোগ্যা শুধু--তাদেরই জন্যে ;
তাদের মনের সুগভীর অরণ্যে
সেই কারণে সর্বক্ষণ লেগেই থাকে দাবানল ,
যার সর্বগ্রাসী ক্ষুধা মেটাতে আষাঢ়ে বাদল
যথেষ্ট যে নয় , কমবেশি সবারই আছে তা জানা ; চোখ থাকতেও আমরা--তথাপি সব কানা ।
সেই কারণেই , ঘুমোতে যায় যারা ,
বাহির দরজায় রেখে দু'দশটা পাহারা ;
অথবা , ভিতরের দরজা যাদের--সর্বক্ষণ
ভিতর থেকে সাঁটা ,
আশ্চর্য এই , সেই তাদেরই গৌরবগাথা
আমরা তাদেরই শোনাই--নেচে গেয়ে ;
ঠিক যেমন শুধুই বিষনজর থেকে বাঁচতে চেয়ে ,
সুখ ও সুস্থতা চেয়ে , নির্বিঘ্ন জীবন চেয়ে ,
স্বর্গবাসীদের নিয়মিত নজরানা দিয়ে
মন ভেজাবার চেষ্টা করি--ভজন গেয়ে
খোলে কত্তালে--অষ্টপ্রহর ,
তেমনি কৃপা ভিক্ষা করে--দু'হাত পেতে চাই বর।
তাদের মৃত্যুর পরে
পাথর কেটে কুঁদে সেই তাদেরই মূর্তি গড়ে
তোমরা যেমন যক্ষ্মায় ভুগে ভুগে
নিঃশেষ হয়ে গেছো এব্ং যাচ্ছো ,
একদিন আমরাও তেমনি নিঃশেষ হয়ে যাবো ।
অথচ , তোমরা যেমন জেনেছো ,
আমাদেরও বেশ আছে জানা ;
প্রজা আমরা , কর দিতে দিতে বাঁচা ,
এ সেই ওদেরই জমানা ।
তোমাদের মতো আমরাও যুক্তিহীন ভক্তির সুরা গলায় ঢেলে , ঢাকে ঢোলে আপনাকে ঢাকি ;
বারোমাসে বাইশবার যথারীতি নৈবেদ্য সাজিয়ে
খাল কেটে সমাদরে কুমিরকেই ঘরে ডাকি ।
অথচ , যাতে কুমিরে না ধরে ,
কেউটে বা খরিসে ছোবল না মারে ,
কিম্বা , ভুলেও কখনো কোন চিতায়
গায়ে সেই তীক্ষ্ণ নখের থাবা না বসায় ,
সেই কামনায় দশ আঙুলে দশটা আংটি পরি ,
হাতে গলায় কোমরে ডোর বাঁধি , তাবিজ বাঁধি ;
যূপে মানতের পাঁঠা চড়াই , চড়কের মাচায় চড়ি ,
উপবাসের ব্রত করি , এতদ্রূপ ইত্যাদি ইত্যাদি ।
আবার ,গাজনের সন্ন্যাস নিয়ে--মনে মনে
হয়ে উঠি দেবতার দূত ;
নিচে অগ্নিকুণ্ডের ওপর মাথা দুলিয়ে ,
সারা দেহে সূঁচ বিঁধে , কাঁটায় ঝাঁপিয়ে
দেখাই বাহাদুরি--হরেক অদ্ভুত ।
তারপর জীবন চলতো যেমন চলবে
একবেলা একসন্ধ্যে উপবাসী ;
হয়তো এমনই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা , বা
গড়িয়ে গড়িয়ে চলতেই ভালোবাসি ।
-------------------------------------------------------------------