Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনাম_ভালোবাসার_সিঞ্চনকলমে_মৃণাল_কান্তি_পণ্ডিততারিখ_০৫_১২_২০২০_ইং****************************বসন্ত ছোঁয়ার আগেই হেমন্ত কুড়িয়ে নিল প্রাণ,ছলছল চোখ মুছাতে পারেনি সে আঁখি জল।রাশিরাশি দোঁহে যামিনীর আলো আঁধারে হলো বিলীন,মরমেতে গাঁথ…

 


শিরোনাম_ভালোবাসার_সিঞ্চন

কলমে_মৃণাল_কান্তি_পণ্ডিত

তারিখ_০৫_১২_২০২০_ইং

****************************

বসন্ত ছোঁয়ার আগেই হেমন্ত কুড়িয়ে নিল প্রাণ,

ছলছল চোখ মুছাতে পারেনি সে আঁখি জল।

রাশিরাশি দোঁহে যামিনীর আলো আঁধারে হলো বিলীন,

মরমেতে গাঁথা সেদিনের সেই স্মৃতি--

ভগ্ন হৃদয়ে কখনো কান্নার সুর,

কখনো নির্ঘুম রাতে নীরব রোদের রঙ---

আপন মনে রুদ্র ছেড়ে সমাধির পাশে,

প্রলাপে মেতে থাকা বিধুর খোঁজ--

জোৎস্না মাখা নীল পাখির নিস্তব্ধ ভঞ্জন।

হাহাকার তাই এমনি দিনে প্রতিক্ষণের দাসত্ব,

প্রিয়তমার নৈসর্গিক দেহ অন্তরীক্ষে বিলীন--

সময়ের নির্মম পরিহাস রোদন কোলাজ,

অবেলায় বেআব্রু ভালোবাসার হৃদয়।


বিন্নী ধানের গন্ধ যে তার ভীষণ প্রিয়,

হেমন্তের প্রতিটি দিবস আজো সুবাস ছড়ায়

নবান্নের আঘ্রাণে; শিশির ভেজা সকাল চুমে

সর্যের ক্ষেতে পরাগ মাখে মৌ মৌ গুঞ্জনে।

মরণেও তাই হারাতে অনীহা ভালোবাসার স্পন্দন,

নিভৃতে মনের মাঝে তাই অনুরণিত হৈমন্তিক গান,

ভাবনারা আজ একরাশ আকুলতা লিপিকায় আশার কবিতা,

এক আকাশের স্নিগ্ধ চন্দ্র; ভাষার কলম; সৃষ্টির সম্ভার।


কিছু সময়; কিছু ভালোবাসা--- এমনি করেই জাগ্রত নিশান,

পালাবদলের স্মৃতি;স্বপ্নিল ক্ষরণ,

সময়ের স্রোতে--- অন্তঃদৃশ্য বহিঃদৃশ্য,

বিশ্বাসের শিকড় ভালোবাসার সিঞ্চন।