Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

"হ এ হায়েনাদের হামলা"     -- অরবিন্দ সরকার   বহরমপুর, মুর্শিদাবাদ‌।
হেমন্ত, হৃষিকেশ হারাধন,হারুন, হীরু ,হান্নান এরা নামজাদা দলের হিরো মস্তান।কেউ ছিলো হকার,কেউ হকি খেলোয়াড়,কেউ হরবোলা,কেউ হলধর, হাওড়া থেকে দার্জিলিং হিম…

 


"হ এ হায়েনাদের হামলা"

     -- অরবিন্দ সরকার

   বহরমপুর, মুর্শিদাবাদ‌।


হেমন্ত, হৃষিকেশ হারাধন,হারুন, হীরু ,হান্নান এরা নামজাদা দলের হিরো মস্তান।

কেউ ছিলো হকার,কেউ হকি খেলোয়াড়,কেউ হরবোলা,কেউ হলধর, হাওড়া থেকে দার্জিলিং হিমালয় পর্যন্ত হাঁকডাক! হলহলে জামা,হাওড় হাওল কব্জায়।হস্ত লাঘবে পারদর্শী ,হস্তচালনায় হার্মাদ।কখনো হাতির হাওদায়,কখনো হাওয়াগাড়ি,হস্তলিখন জানেনা হলাহলে হস্তান্তরের হাঙর ।

কারো হাড়গোড় ভাঙচুর, কাউকে হাঁড়ি কাঠে চাপানো, কোথাও হাতাহাতি ,হাঁড়িয়া খেয়ে হাঙ্গামা,হাউই চটি প'ড়ে চলে দখলদারী।

হাবিলদার হাজত হাকিম নাই ভয়!সবাই হামরে পড়ে হাবুডুবু খায়।

হাবেলি হাড়হদ্দ সন্ধানে হাড়গিলা!হোলি খেলার দিন--

হরিপ্রিয়া ধর্ষিতা!

হরধনুভঙ্গ পণ, এলাকার জনগন, হারামী হায়েনাদের হারেমে হত্যালীলা লুন্ঠন, হাঁড়িকাঠে ধর্ষকদের বলিদান।

হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হনুমানেরা হতভম্ব হতজীবিত হতবাক্ ।