Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

স্বপ্ন হলেও সত্যি।         (গদ্য কবিতা)                            সুতপা ঘোষ রায়
ক্লান্ত পায়ে একটা একটা করে সিড়ি উটছি-স্বপ্নটা বড় যন্ত্রণাদায়ক--এমন কষ্ট করে সিড়ি ভাঙ্গা ----তবুও থামতে পারছিনা। যেন কেউ আলতো ভাবে আমাকে ঠেলে দিচ্ছে…

 


স্বপ্ন হলেও সত্যি।         

(গদ্য কবিতা)

                            সুতপা ঘোষ রায়


ক্লান্ত পায়ে একটা একটা করে সিড়ি উটছি-

স্বপ্নটা বড় যন্ত্রণাদায়ক--

এমন কষ্ট করে সিড়ি ভাঙ্গা ----

তবুও থামতে পারছিনা। 

যেন কেউ আলতো ভাবে আমাকে ঠেলে দিচ্ছে-----

সামনের দিকে ! মুখের কথা যেন হারিয়ে গেছে !

চারদিকে মনোরম দৃশ্য ----আড় চোখে সব দেখছি 

পশ্চাতে ঘুরে দাঁড়ানোর উপায় নেই। 

সিড়ির শেষ প্রান্ত দেখতে পারছি---

কিন্তু কোথায় গিয়ে শেষ হয়েছে জানি না। 

কেউ যেন বলছে --সব তো দেখা -----

চল চল এগিয়ে চল। 

দেখা ছবি ,পড়া বই সব ফেলে শুধু সিড়ি উঠছি। 

ওরা যেন হাতছানি দিয়ে ডাকছে --

কিন্তু অদৃশ্য এক শক্তির তাড়নায় 

এগিয়ে চলেছি অজানা পথে--

যার না আছে না আদি ,না অন্ত !

  


কিন্তু স্বপ্নের তো শেষ আছে --

ঘর্মাক্ত শরীরে শয্যায় উঠে বসলাম ---

ভয়নক এই স্বপ্নের অর্থ খুঁজতে প্রয়াস করলাম !

জানালা দিয়ে সবুজ ঘাস আর হালকা রোদ প্রাণ ভরে দেখলাম.

ভোরের মিঠে হওয়া গা ছুঁইয়ে গেল ----

নিজের মনে মনে বললাম 'স্বপ্ন হলেও সত্যি '!