কবিতা- পরিচয় কবি - পিনাকী মুখার্জী তারিখ - ২৮ / ১১ / ২০২০****************************************** অবাক রোমাঞ্চের একটার পর একটা , আরো বড় ঢেউ !! এক ধা…
কবিতা- পরিচয়
কবি - পিনাকী মুখার্জী
তারিখ - ২৮ / ১১ / ২০২০
******************************************
অবাক রোমাঞ্চের একটার পর
একটা , আরো বড় ঢেউ !!
এক ধাক্কায় বুঝিয়ে দেয় ,
রাজত্বে ঢুকেছে অচেনা কেউ !!
ছোট্ট বাঁচার গন্ডি ছাড়িয়ে ,
আজকে যেন অনন্ত অপার !!
আলাপ হয়নি বলে , শুধু
অভিমানে সরে আমি- আমার !!
নোনাজল বালি গোটা শরীরে ,
লহমায় দিয়ে যায় পরিচয় !!
ভিতরে বাইরে সেই অজানাকে
চেনা , আলাপন রোমাঞ্চের ছোঁয়ায় !!
ঢেউয়ের ফেরার পরেও , শরীর
মন জুড়ে ঢেউয়ের খেলা !!
আজ যেন একা লাগে ,
স্বজন হারানোর গোধূলি বেলা !!
*********************************************