হেমন্তের সকালে
সৌমিত্র মুখার্জী
ভোরের কুয়াশা সরে যেতে না যেতেই, এসে হাজির একটুকরো আলোর আভা। পাকা ধানের গন্ধের মাদকতার মাঝে, ধরা দিয়েছে দিনের প্রথম কাঁচা রৌদ্র। জলফড়িংরা এদিক ওদিক ঘুরে চলে, জানি না ওরা আজ কি ভেবেছে মনে মনে? সাদা …
হেমন্তের সকালে
সৌমিত্র মুখার্জী
ভোরের কুয়াশা সরে যেতে না যেতেই,
এসে হাজির একটুকরো আলোর আভা।
পাকা ধানের গন্ধের মাদকতার মাঝে,
ধরা দিয়েছে দিনের প্রথম কাঁচা রৌদ্র।
জলফড়িংরা এদিক ওদিক ঘুরে চলে,
জানি না ওরা আজ কি ভেবেছে মনে মনে?
সাদা বকগুলোও খেলা করে নিজেদের খেয়ালে,
ঘসের বুকে জমে থাকা শিশিরের বিন্দু কনার স্পর্শে।
হয়তো বা লাল নীল রঙের মাঝখানে,
ভেসে ওঠে জমে থাকা জীবনের সব হিল্লোল।
অচিন সীমান্তে কেউ যেন ডাক দেয় আমারে,
যখন আলোর প্রতিফলন ঘটে সারা আকাশ জুড়ে।
খেজুর গাছে যারা রসের হাঁড়ি ভরতে দিয়েছিলো,
ওরাও আজ চলেছে এই সকালকে জাগাতে।
প্রকৃতি পুরুষ ঐ নির্লিপ্ত আগুনে জ্বলতে জ্বলতে,
যে বেলায় তার চাওয়া পাওয়ার হিসেব শুরু করে।
একতারা সাথে নিয়ে জীবনের দাঁড় টেনে চলে মাঝিরা,
ভাটিয়ালী গানের সুর ভাসে নদীর মোহনায়।