Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভোটের আগে কল্পতরু বাংলা ।

তরুন চট্টোপাধ্যায় তবে কি কল্পতরু হতে চলেছে বাংলা ভোটের আগে।তৃনমূল সরকারের কর্মসূচী দুয়ারে সরকার চলছে ।আর ঠিক সেই সময় পঁচাত্তর লক্ষ্য বেকার যুবকের চাকরির কার্ড হাতে বিজেপি ।জানা গেছে বিজেপি ক্ষমতায় এলে এই সব বেকার যুবকদের চাকরি …

 


তরুন চট্টোপাধ্যায় 

তবে কি কল্পতরু হতে চলেছে বাংলা ভোটের আগে।তৃনমূল সরকারের কর্মসূচী দুয়ারে সরকার চলছে ।আর ঠিক সেই সময় পঁচাত্তর লক্ষ্য বেকার যুবকের চাকরির কার্ড হাতে বিজেপি ।জানা গেছে বিজেপি ক্ষমতায় এলে এই সব বেকার যুবকদের চাকরি দেবে।বিজেপি ও তৃনমূল এখন রিপোর্ট কার্ড নিয়ে ভোট ময়দানে ।একদল আর এক দলকে কার্ড দেখাচ্ছেন ।মাঝখানে জনগন ভাবছেন কোন দল কল্পতরু হয়ে বাংলা কে ফুলে ফলে ভরিয়ে দিবেন।

তৃনমূলের কুনাল ঘোষ অবশ্য কটাক্ষ করে বললেন লোকসভা নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতির মালা পরিয়ে ছিলেন।সেগুলো ওরা বলুক কোথায় গেল।তারপর তো নতূন প্রতিশ্রুতি ।যারা রেল থেকে বিমান বিক্রি করে দিচ্ছেন তাদের জনগন বিশ্বাস করবে না।এসব ই ভাঁওতা ।

এদিকে বিজেপির দাবি তাঁরা ক্ষমতায় এলে 75 লক্ষ্য বেকার যুবকের কর্ম সংস্হান করবেন।রাজ্যে গনতন্তের প্রতিষ্ঠা করবেন।

আসলে এখন কার্ডের রাজনীতি জমে উঠেছে।সকলেই কার্ড দেখিয়ে ভোট চাইছেন।কেউ স্বাস্থ্য আবার কেউ চাকরি।

ভোটের আগে রাজ্য এখন কল্পতরু।যেই ক্ষমতায় আসুক পশ্চিমবঙ্গের জনগনের দুঃখ মোচন করবে সব সরকার ।

জনগন অবশ্য বলছেন যে যাই বলুক ভোট আমরা হিসাব করেই দেব।কার্ড আসুক না।ইভিএমের বোতাম টেপার আগেই হিসাব করে নেব সব দলের স্কোর কার্ড ।কারন আমরা তো এই পাঁচ বছরে একদিন ই পরীক্ষক।

তবুও সব দলের প্রতিশ্রুতির বন্যা ।ভোট এলে এরকম ই হয়।